নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের অদূরে পাটুরিয়াগামী রো রো (বড়) ফেরি থেকে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে মারধর করে পদ্মায় ফেলে দেওয়া হয়। নদীতে ভাসতে দেখে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা যুবককে উদ্ধার করেন। ছিনতাইকারী জানতে পেরে নৌপুলিশে সোপর্দ করেন তিনি। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে।
উদ্ধারকৃত যুবকের নাম মো. বাঁধন মোল্লা (৩০)। সে বরগুনার তালতলি থানার তালুকদার পাড়ার মৃত মালেক মোল্লার ছেলে। পুলিশের দাবী, সে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়মিত যাতায়াত করতো। স্থানীয়ভাবে সে একজন ছিনতাইকারী। তার বিরুদ্ধে ঢাকার শাহআলী থানায় একটি মাদক মামলা রয়েছে। প্রায় তিন বছর পর গত সপ্তাহে জেল থেকে বের হয়ে দৌলতদিয়ায় আসেন। ফেরির এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাইয়ে জড়িত থাকায় যাত্রীদের রোষানল থেকে বাঁচতে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। যুবকের দাবী, ছিনতাইকারী সন্দেহে তাকে কয়েকজন মিলে মারধর করে ফেরি থেকে পদ্মায় ফেলে দেয়।
স্থানীয় কয়েকজন জানান, শনিবার (৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে দৌলতদিয়ার ৭নম্বর ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় রো রো (বড়) ফেরি ভাষা শহীদ বরকত। ঘাট ছেড়ে কয়েকশ গজ দূরে মাঝ পদ্মায় পৌছার আগে ফেরির ওপর থেকে ওই যুবক পদ্মায় পড়ে যায়। দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে আড়ত ঘরে বসে ছিলেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। নদীতে এক যুবক ভাসছে খবর পেয়ে ট্রলার নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ভাসমান ও ক্লান্ত অবস্থায় যুবককে উদ্ধার করেন তিনি।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ফেরি থেকে পড়ে যাওয়া এক যুবক নদীতে ভাসছে খবর পেয়ে দ্রুত একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে উদ্ধারে নেমে পড়ি। নদীতে প্রচন্ড স্রোতের তোড়ে যুবক ভাসতে ছিল। প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর তাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসি। আর কিছুক্ষণ থাকলে হয়তো তাকে বাঁচানো যেতনা। পরে জানতে পারি এই যুবক একজন ছিনতাইকারী। ফেরিতে এক যাত্রীর ব্যাগ ছিনতাই করায় যাত্রীরা তাকে মারধর করে ফেলে দিয়েছে। দৌলতদিয়া নৌপুলিশকে খবর দিলে তারা ফেরি ঘাট থেকে যুবককে নিয়ে যায়।
যুবক বাঁধন মোল্লা বলেন, ফেরিটি ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর এক নারী যাত্রীর একটি ব্যাগ ছিনতাই হয়। এক যুবক ব্যাগটি ছিনতাই করে ধাওয়া খেয়ে তার কাছে রেখে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন ছিনতাইকারী সন্দেহে আমাকে মারধর করে ফেরির ওপর থেকে পদ্মা নদীতে ফেলে দেয়। আর কয়েক সেকেন্ড ভাসতে থাকলে হয়তো আর বাঁচতামনা। ছিনতাইয়ের সাথে জড়িত নই বলে তিনি দাবী করেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ঢাকার শাহআলী থানার মাদক মামলায় প্রায় তিন বছর পর গত সপ্তাহে জেল থেকে বের হয়ে পুনরায় দৌলতদিয়ায় আসে। ধারনা ফেরির কোন এক যাত্রীর ব্যাগ ছিনতাই করলে যাত্রীদের রোষানল থেকে বাঁচতে নদীতে ঝাপ দেয়। তবে এ সংক্রান্ত কোন অভিযোগ দেয়নি। সে একজন মাদকসেবনকারী। রাতভর বমি-পায়খানা করে হাজতখানা নষ্ট করে ফেলে। উর্দ্বোতন কর্মকর্তাদের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে আজ রোববার ভোরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।