ইমরান মনিম ও মইনুল হক, রাজবাড়ীঃ দীর্ঘ ১১ বছর পর আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজবাড়ী জেলা শাখার কমিটির অনুমোদন প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২১ জুলাই বিকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বক্তব্য রাখেন।
সোমবার (৩১ জুলাই) রাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র স্বাক্ষরিত প্যাডে জাকারিয়া মাসুদ রাজীব কে সভাপতি ও আসাদুজ্জামান চৌধুরী আসাদ কে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষনা করেন। আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
গত ২১ জুলাই সম্মেলনে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৭ জন প্রার্থী নাম ঘোষণা করেন। সভাপতি পদে যারা নাম ঘোষণা করেন তারা হলেন মো. আলমগীর শেখ তিতু, আনিসুর রহমান আনিস, নিমাই কর্মকার, আসাদুজ্জামান শামীম, আব্দুস সাত্তার ও শামীম রেজা লিটন এবং সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান চৌধুরী আসাদ, জাকারিয়া মাসুদ রাজিব, মানিক সরদার, নজরুল ইসলাম রুবেল, শেখ মোঃ রুহুল আমিন, ইফতি সৌরভ ও মিলন মিয়া। এ দুটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী হওয়ায় চুড়ান্তভাবে কারোর নাম ঘোষণা করা হয়নি।
এ ব্যাপারে জাকারিয়া মাসুদ রাজীব বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভাই ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইকে সময়োপযোগী সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানান। সেই সাথে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি সবাইকে সাথে নিয়ে মিলেমিশে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাই এক হয়ে কাজ করবেন বলে জানান। এ পদটি দেওয়ায় রাজবাড়ী জেলাবাসীকেও ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হাফিজুর রহমান সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।