নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আসিফ প্রামানিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরিক্ষায় সকল বিষয়ে এ+ পেয়েছে। উপজেলার দৌলতদিয়া লালু মন্ডল পাড়ায় বাড়ি ছিল। তিন বছর আগে পদ্মার ভাঙনে নিঃস্ব হলেও আসিফের মনোবল ভাঙেনি। তার ইচ্ছা একজন চিকিৎসক হয়ে হতদরিদ্র মানুষের সেবা করা।
বর্তমানে গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের স্বরুপারচক গ্রামের আলাউদ্দিন সরদারের থেকে ৪ শতাংশ জমি বাৎসরিক ৪ হাজার টাকা ইজারা নিয়ে বসবাস করছে। আসিফের বাবা বাদশা প্রামানিক দৌলতদিয়া ঘাটের ঝাল-মুড়ি বিক্রেতা। বাবা, মা, দুই বোন ও দুই ভাইসহ ছয় সদস্যের সংসার নির্ভর করে বাবার সামান্য আয়ের ওপর। আসিফ নিজেও এলাকায় টিউশনি করে। এ দিয়ে যা পায় তাই দিয়ে কোনভাবে চলছে।
আসিফের বাড়িতে দেখা যায়, জড়াজীর্ণ একটি টিনের ছাপড়া ঘর। ঘরের এক পাশে থাকে আসিফ। আরেক পাশে দুই ছেলে-মেয়ে নিয়ে থাকেন বাবা-মা। মায়ের কোলে সবার ছোট্ট ছেলে আহাদ।
আসিফের মায়ের চোখে আনন্দের জল। ছল ছল ছোখে বলেন, পরিবারের সবার বড় আসিফ। এরপর মেয়ে দীপা দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেনীর ছাত্রী। অভাবের কারনে দৌলতদিয়া মুন্সিবাজার নানা বাড়ি থেকে পড়াশুনা করে। তৃতীয় কন্যা সন্তান দিয়া প্রথম শ্রেনীতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সবার ছোট আহাদ।
আসমা বেগম বলেন, এত কষ্টের মাঝে ছেলে এ+ পেয়েছে এ জন্য আমি খুবই খুশি। অভাবের কারনে কোনদিন ভালো কিছু খাওয়াতে পারিনি। কোরবানির সময় সমাজের কিছু মাংস ছাড়া বহুদিন মাছ-মাংস কেনা হয়নি। মাংস কবে খেয়েছিলাম মনে নেই। কোনদিন ওরা আবদারও করেনি। অথচ আমাদের জমি ছিল, বাড়ি ছিল। তিন বছর আগে নদী ভাঙনে বিলীন হলে এখন নিঃশ্ব হয়ে অন্যের জমিতে আছি।
বাবা বাদশা প্রামানিক বলেন, পদ্মাসেতু চালুর আগে প্রতিদিন ঝাল-মুড়ি বিক্রি করে যে আয় হয় তাই দিয়ে ভালই চলতো। সেতু চালুর পর গাড়ি ও যাত্রী না থাকায় বেচাকেনা নেই। তিন দিন পর একদিন বিক্রির সুযোগ পাই। দিন শেষে ৩০০-৪০০ টাকার মতো থাকে। তাই দিয়ে কোনভাবে দিন পার করছি। ছেলে-মেয়ের পড়াশুনার খরচ দিতে পারি না, ভালো খাওয়াবো কি করে?
আসিফ প্রামানিক বলে, বাবার পক্ষে সংসার খরচ জোগানো অনেক কষ্টের। তাই পড়াশুনার পাশাপাশি প্রাইভেট পড়ায়। স্কুল শেষে সারাদিন নিজের পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি। বিভিন্ন কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার হিসেবে যে অর্থ পেতাম তাই পড়াশুনায় কাজে লাগাতাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামও সহযোগিতা করেছেন। আমি এখন ভালো কলেজে ভর্তি হতে পারবে কি না তা নিয়ে শঙ্কায় আছি। পড়াশুনা শেষ করে একজন গরিবের চিকিৎসক হতে চাই। যাতে সরাসরি হত দরিদ্র মানুষের সেবা করতে পারি।