নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গনতন্ত্র পূনরুদ্ধার ও সৈরাচারী সরকার পতনের এক দফা দাবী আদায়ের লক্ষে রাজবাড়ী জেলা বিএনপি বিক্ষোভ ও জনসমাবেশ করেছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।পরে বিভিন্ন স্লোগানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এদিকে জেলা বিএনপির আরেকটি অংশ বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও গন গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে নেতারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সহ সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লুয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল ইসলাম, বিএনপি নেতা নঈম আনসারী, আহসান হাবিব, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম পিন্টু, মোস্তাফিজুর রহমান লিখন প্রমূখ।
এ সময় বক্তারা সরকারকে তার অবৈধ ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দেওয়ার আহব্বান জানান।আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। জনগন ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করবে বলে বলেন বক্তারা।