ইমরান হোসেন, রাজবাড়ীঃ বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। রোববার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল গেটে শহীদ মুক্তিযোদ্ধা চত্তরে সমাবেশ করে।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করছে। তারা অবস্থান কর্মসুচির নামে পুলিশের গাড়ীতে হামলা ও বাসে আগুন দিয়েছে। তারা আবার আগুন সন্ত্রাসে ফিরে গেছে। আমরা বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ জানায় সমাবেশে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
সভা ও বিক্ষোভে অংশ নেয় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামলীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী প্রমূখ।