Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. ধর্ম ও জীবন

গোয়ালন্দে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে মানুষের ঢল

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ যথাযথ মর্যাদা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত পৃথক তাজিয়া মিছিলে মানুষের ঢল নামে। নিজ জেলা ছাড়াও পার্শ্ববর্তী মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া থেকেও ভক্ত, মুরিদানরা এতে শরীক হন। পুরুষের পাশাপাশি অনেক নারী-শিশুরা এতে শরীক হন।

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে শনিবার সকাল সোয়া ৯টার দিকে প্রথম তাজিয়া মিছিল বের হয় গোয়ালন্দ ইমামবাড়া শরীফ থেকে। দ্বিতীয় তাজিয়া মিছিলটি বের হয় দৌলতদিয়া খানকাপাক শরীফ থেকে। দুটি স্থানেই মেদেনীপুর আঞ্জুমান-কাদেরীয়া অনুসারী। সারাদেশের মধ্যে অন্যতম বড় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ তাজিয়া মিছিল দুটিতে ৪০ হাজারের মতো ভক্ত অনুসারী শরীক হয় বলে আয়োজকদের দাবী ।

আয়োজকরা জানান, ইসলামের আদর্শ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিদ্র ইমাম হোসেন ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। ইমাম হোসেনের আত্মত্যাগের ঘটনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে ২০ বছরের বেশি ধরে আঞ্জুমান কাদরীয়ার দৌলতদিয়া খানকাপাক শরীফ দিবসটি পালন করছে। পাশাপাশি গোয়ালন্দ ইমামবাড়া শরীফও পালন করছে। মানিকগঞ্জ গড়পাড়া অনুসারী হিসেবে কুমড়াকান্দি ইমামবাড়ী, উজানচর ইমামবাড়ি থেকেও বৃহৎ পরিসরে তাজিয়া মিছিল বের করাসহ অন্যান্য কর্মসূচি পালন করে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ ইমামবাড়া শরীফ থেকে প্রথম বের হওয়া তাজিয়া মিছিলে প্রায় ২০ হাজারের মতো ভক্ত, মুরিদান অংশ গ্রহণ করেন। মিছিলটি ইমামবাড়া শরীফ থেকে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে প্রায় চার কিলোমিটার দূর গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বর হয়ে পুনরায় ইমামবাড়া শরীফে এসে শেষ হয়। এই তাজিয়া মিছিল (শোক মিছিল) প্রায় ৮ কিলোমিটার মহাসড়ক প্রদক্ষিন করে।

সকাল সোয়া ১০টার দিকে দৌলতদিয়া খানকাপাক শরীফ থেকে আঞ্জুমান কাদরিয়ার অনুসারীরা তাজিয়া মিছিল (শোক মিছিল) বের করে। এখানেও ২০ হাজারের মতো ভক্ত অনুসারী অংশ গ্রহণ করে। মিছিলটি খানকাপাক শরীফ থেকে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঘুরে প্রায় ১০ কিলোমিটার সড়ক অতিক্রম করে পুনরায় খানকাপাকে এসে শেষ হয়। বিকেলে গড়পাড়া অনুসারীরা পৃথকভাবে তাজিয়া মিছিল বের করে।

মিছিলে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া খানকাপাক শরীফের সভাপতি মুক্তার হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শেখ, গোয়ালন্দ ইমামবাড়া শরীফের সভাপতি মাহাফুজ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, গোয়ালন্দ হ্যাচারীজের ব্যবস্থাপনা পরিচালক আবু সায়েম খানসহ কয়েক হাজার ভক্ত-মুরিদান শরীক হন।

পাবনা থেকে আসা আব্দুল মালেক (৬৫) বলেন, সকালে স্পীডবোট যোগে পাবনার নাজিরগঞ্জ থেকে তাজিয়া মিছিলে অংশ নিতে এসেছেন। প্রায় ২০ বছর ধরে তিনি আঞ্জুমান কাদেরীয়ার ভক্ত। স্ত্রীকে সঙ্গে নিয়ে খালি পায়ে দিবসটি পালন করতে এসেছেন।

আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে মানুষের ঢল নেমেছে। যে কারনে আমাদের বাড়তি নিরাপত্তা দিতে অনেকটা হিমশিম খেতে হয়। অসাধু পক্ষ যে কোন মুহুর্তে অপরাধ সংঘটিত করতে পারে। তাই বিপুল সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করতে বাড়তি দুশ্চিন্তায় ছিলাম।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ