Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. ধর্ম ও জীবন
  7. আলোচিত খবর

গোয়ালন্দে পুকুরে গোসলে গিয়ে নিখোঁজ শিক্ষক, পাঁচ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ৭:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ির কাছে পুকুরে গোসলে গিয়ে নিখোঁজের প্রায় পাঁচ ঘন্টা পর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা। নিহত প্রধান শিক্ষকের নাম অমূল্য প্রসন্ন রায় (৭৩)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিপেন রায় পাড়ার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের জনপ্রিয় শিক্ষক ছিলেন। ওই বিদ্যালয়ের জমিদাতা এবং সম্ভ্রান্ত রায় পরিবারের সন্তান। পরবর্তীতে ওই বিদ্যালয়ে তিনি সহকারী প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। তাঁর স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী রায় প্রায় ৯ বছর আগে মারা যান। তাঁর এক ছেলে হোমিও প্যাথিক চিকিৎসক কিশোর কুমার রায় মাগুরা এবং একমাত্র মেয়ে ইভা রায় ঢাকার একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বাড়িতে তিনি একাই বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বয়সের ভারে অসুস্থ্য হলেও প্রতিদিন বিকেলে বাড়ির অদূরে স্থানীয় হাবিবুর রহমানের ড্রেজিংয়ে খননকৃত পুকুরে গোসল করেন। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে তিনি পিঁড়ি ও মগ নিয়ে গোসল করতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি ফিরে না আসায় সবাই খোঁজ করতে থাকেন। পুকুর পাড়ে গিয়ে তাঁর পায়ের স্যান্ডেল, কাঠের পিঁড়ি ও মগ পড়ে থাকতে দেখে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যা পেরিয়ে গেলেও না পেয়ে স্থানীয়রা গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে খবর দেন। রাত ৮টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে খোঁজ করতে থাকেন। রাত ৯টার দিকে পুকুরের বিপরিত পাশে হালকা মাথা ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাতেই তার একমাত্র ছেলে কিশোর কুমার রায় গ্রামের বাড়ি ছুটে আসেন। বুধবার সকালে আলাপকালে কিশোর কুমার রায় জানান, বাবা গ্রামের বাড়ি ছেড়ে কোথাও যাবে না বলে বাড়িতে একাই থাকতেন। পাশে তার ছোট কাকা বিমল কুমার রায় পরিবারসহ বাস করেন। তিনি দীর্ঘদিন ধরে অনেকটা অসুস্থ্য অবস্থায় দিন পার করছিলেন।

কিশোর কুমার রায় আরো বলেন, বাড়ির অদূরে রাস্তার উল্টোপাশে পারিবারিক শশ্মনে মা ও দাদিকে দাহ করা হয়েছিল। বাবার ইচ্ছা অনুযায়ী পারিবারিক ওই শশ্মানেই আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁকে দাহ করা হয়।

এদিকে গোয়ালন্দ উপজেলার জনপ্রিয় শিক্ষক, একজন দানবীর শিক্ষকের এমন মৃত্যুর খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে তাঁর অগনিত শিক্ষার্থী, শুভাকাঙ্খিরা বাড়িতে ছুটে আসছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা