নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী. রাজবাড়ীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরনে যুবলীগের তারুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ জুলাই) বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভার সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহসভাপতি সোহরাব হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল প্রমূখ।
জয়যাত্রা সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ সহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।