ইমরান হোসেন ও মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ-বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধোন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবদুল আলীম বেপারী, যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো.নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক, উপ-মানবাধিকার সম্পাদক আমিনুর রহমান সোহেল, জাতীয় পরিষদ সদস্য আশরাফুল আলম ও নাদিরা আক্তার।
ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলী স্বেচ্ছা-সেবকলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক আনিসুর রহমান।