Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

মেয়রের বিরুদ্ধে সংবাদের প্রতিবাদ ও যুবলীগ নেতা শহিদের শাস্তির দাবীতে বিক্ষোভ-মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ জুলাই ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ

Link Copied!

আবুল হোসেন ও হেলাল মাহমুদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলামকে জড়িয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও মিথ্যা দাবী করে পৌরবাসী, নাগরিক সমাজসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই সাথে কথিত যুবলীগ নেতা প্রতারক শহিদ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

জানা যায়, বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহসাড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে পৌর জামতলা পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে। ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ করে। গোয়ালন্দ পৌরবাসী, নাগরিক সমাজ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ, জামতলা বাজার ব্যবসায়ী সমিতি, সকালের গোয়ালন্দ, গোয়ালন্দ পৌরসভা, সুপ্রভাত গোয়ালন্দ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ কয়েকটি সংগঠন পৌরসভার মেয়র নজরুল ইসলামকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানায়। এছাড়া প্রতিবন্ধী সদস্যদের অর্থ আত্মসাতকারী, ভূমিদূস্য শহিদ শেখ এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানায়।

উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, উপজেলা আ.লীগের সহসভাপতি, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম মোন্তোহা রাতুল, প্রবীণ আ.লীগ নেতা আব্দুস সামাদ মোল্লা, সকালের গোয়ালন্দর সভাপতি গোলাপ আলী শেখ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক খোকন শেখ, উপজেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. তুহিন দেওয়ান প্রমূখ।

অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত বলেন, ১৭টি বছর পৌরসভা একটি পরিবারের কাছে জিম্মি ছিল। উন্নয়নের কোন ছোয়া লাগেনি। সামান্য বৃষ্টিতে গোয়ালন্দ বাজার জলাবদ্ধ থাকতো। বর্তমানে এ ধরনের সমস্যা নাই। কুচক্রি মহলের সহযোগিতায় শহিদের মতো চিহিৃত প্রতারক দিয়ে মেয়রের বিরুদ্ধে মিথ্যা সংবাদ করাচ্ছে। মামলা দিয়ে নানাভাবে হয়রানী করছে। সাংবাদিকদের উচিৎ অভিযোগ পাওয়ার পর যাচাই বাছাই করে সংবাদ করা।

দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি পরিচয় দিয়ে শহিদ শেখ আমার ক্রয়কৃত সাড়ে ৮শতাংশ জমি দখল করে। সে নিজেকে প্রতিবন্ধী বানিয়ে সরকারি ভাতা গ্রহণ করছে। বিষয়টি ধরা পড়লে ভাতা বন্ধ হয়ে যায়। এছাড়া থ্রী-ষ্টার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বনে সদস্যদের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাত করে। সদস্যরা আদালতে মামলাও করেছে।

তিনি বলেন, শহিদ জোরপূর্বক আমার জমিতে পাকা ঘর উত্তোলন করেছে। জমি উদ্ধারে উপজেলা প্রশাসনের পাশাপাশি গোয়ালন্দ থানা এবং পৌরসভায় অভিযোগ দেই। পৌরসভা নোটিশ দিয়ে কাজ বন্ধ করতে বলে। অমান্য করায় আ.লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করলে শহিদ বিভিন্ন স্থানে ভুয়া অভিযোগ দিয়ে আমাকেসহ মেয়রকে হয়রানী করছে। অথচ আজ পর্যন্ত তার বিচার পেলামনা।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শহিদ কোনদিনও যুবলীগের সভাপতি ছিলেননা। এখানেও প্রতারনা করে নিজেকে যুবলীগের ৩নম্বর ওয়ার্ড সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। এমনকি গোয়ালন্দের সম্মানিত ব্যক্তিদের নানাভাবে হয়রানি করছে। আমরা তার শাস্তির দাবী করছি।
উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম মোন্তহা রাতুল বলেন, শহিদের বাবা আব্দুল মালেক শেখ চিহিৃত চিটিংবাজ ছিলেন। তার ছেলে হিসেবে শহিদ শেখও বড় চিটিংবাজ হয়েছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তার শাস্তি দাবী করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা