Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে ধানক্ষেতে নারীকে ধর্ষণের পর হত্যা, সাত জনকে যাবজ্জীবন

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ জুলাই ২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ৭ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা আদালত। সেইসাথে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।

আসামিরা হলেন, পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের মাসুদ রানা, হযরত আলী, আশরাফ, রঞ্জু প্রামাণিক, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন ও গুলাই। এ রায়ের সময় রঞ্জু ও আশরাফ পালতক ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে ধান ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। এর আগেও ওই নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। ঘটনার দিনই নিহত আমেনা খাতুন এর বোন হাসি খাতুন বাদি হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর ৭ জনকে আসামি করে চার্জশিট দেয়।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম এ রায়ে সন্তোস প্রকাশ করেছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন