মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী পদ্মা-গড়াই ও ঢাকা থেকে আসা রোজিনা পরিবহনের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী পোশাক শ্রমিকের হাত বিচ্ছিন্ন হওয়াসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
হাত বিচ্ছিন্ন হওয়া ওই নারীর নাম সাহিদা বেগম (৩০)। সে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামের আনসার বিশ্বাসের মেয়ে। সে সাভারের একটি পোশাক করাখানার শ্রমিকের কাজ করেন। তার ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা (৩০), একই গ্রামের ইউসুফের স্ত্রী জুলেখা (৫৫), আল্লার দরগা এলাকার মাসুদ রানা (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা-গড়াই বাসটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলো। এসময় কল্যাণপুর এলাকায় পৌছালে রোজিনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
ডানহাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া পোশা শ্রমিক সাহিদা বেগম জানান, তিনি সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন তিনি।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. শারমিন জাহান জানান, হাসপাতালে এ পর্যন্ত পাঁচজন রোগীকে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এদের মধ্যে একজনের ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সংঘর্ষ হওয়া বাস দুইটি আমাদের হেফাজতে নেয়া হয়েছে, তবে বাসের চালকেরা কৌশলে পালিয়ে গেছেন।