মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০০ থেকে ৭০০ টাকায় গিয়ে ঠেকেছে। পাইকারি বাজারে আড়তদাররা খুচরা ব্যবসায়িদের কাঁচা মরিচ বিক্রি করছে ৫০০ থেকে ৫৫০ টাকা কেজি দরে। অধিকাংশ বাজারেই কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি দরেই খুচরা বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, পরিবহন কম থাকায় এবং বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কম। ফলে বাজারে কাঁচা মরিচের দাম অতিরিক্ত।
ক্রেতারা বলছেন, পরিবহন ও বৃষ্টির দোহাই দিয়ে কাঁচা মরিচের দাম বাড়ানো ব্যবসায়ীদের এটা এক ধরনের কারসাজি। তবে ক্রেতাদের দাবি, ১৫ দিন আগেও এই মরিচের কেজি ছিল মাত্র ৫০ টাকা। সে মরিচ এখন ৬০০ টাকা।
খানখানাপুর বাজারে সবজি বিক্রেতা হামিদুল হক বলেন, পাইকারি হিসাবে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৫৫০ টাকা করে কেনা পরে। এর মধ্যে আবার রয়েছে পরিবহন খরচ। তাই বাধ্য হয়ে ৬০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে গাড়ি কম। তবে ধারনা করছি ২–৪ দিনের মধ্যে আবার স্বাভাবিক হবে বাজার।
গোয়ালন্দ বাজারের ক্রেতা আলিমুজ্জামান মিলন বলেন, কাঁচা মরিচের এতো বেশি দাম কখনো কল্পনাও করতে পারিনি। ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে এটা ভাবা যায়? ৪০ টাকার কাঁচামরিচ নিতে গেছিলাম দোকানদার আমাকে নিয়ে হাসে। কী একটা অবস্থা! জানিনা এ বাজার কবে নিয়ন্ত্রণ হবে?
অন্যদিকে প্রতি কেজি ঝিঙ্গা ৫০ টাকা, ঢেঁড়স ৩৫ থেকে ৪০ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, শসা ৮০ থেকে ৯০ টাকা, বরবটি ৪৫ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৩০ টাকা, কাঁচা পেঁপে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজবাড়ী পৌর এলাকার বাসিন্দ কামরুল ইসলাম। কথা হয় রাজবাড়ী বড় বাজারে তার সাথে। তিনি বলেন, প্রতি মাসে ১৬ হাজার টাকার বেতনে চাকরি করি। যদি একটি পরিবারে প্রতি মাসে শুধু কাঁচা বাজার করতেই ৫–৭ হাজার টাকা লাগে তবে অন্য দৈনন্দিন জিনিসপত্র কিভাবে কিনবো? তারপর আবার কাঁচা মরিচ নিয়ে যে লঙ্কাকান্ড শুরু হয়ে তাতে আর মরিচ দিয়ে রান্না করে খাওয়া যাবেনা। ৫০–৬০ টাকা কেজির কাঁচা মরিচ এখন ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা দেখছি সাধারণ মানুষ বাজারে গেলে মাথায় হাত পড়ে যাবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, উত্তরবঙ্গ সহ কয়েকটি জেলায় অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন কমে গিয়েছে।এছাড়াও কোরবানির ঈদের কারণে পরিবহন সংকটে স্থানীয় বাজরে কাঁচা মরিচের সরবরাহ কমে যায়। ফলে বাজার গুলোতে মরিচের দাম উর্ধমূখী হয়।সরকার ভারত থেকে মরিচ আমদানি শুরু করেছে।ঈদের কারণে বন্দর গুলো বন্ধ থাকায় কিছুটা ব্যহত হয়েছে।তবে আশাকরছি দুই/চার দিনের মধ্যে ভারত থেকে আমদানিকৃত মরিচ বাংলাদেশে ঢুকলে মরিচের দাম কমে যাবে।