নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় গত মে ২০২৩ মাসে উপজেলার মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল মামলা নিস্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার।
সোমবার (২৬ জুন) বিকেলে রাজবাড়ী জেলা পুলিশের কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সকলের সহযোগিতা পেলে যে কোন থানাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সম্ভব। আগামীতে এ ধারা যেন অব্যাহত থাকে এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।