Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

দীর্ঘ ২০ বছর পর রাজবাড়ীর ১৩টি ইউনিটের ছাত্রদলের কমিটির অনুমোদন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুন ২০২৩, ৬:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ নানা প্রতিকূলতা শেষে জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলার ১৩টি ইউনিটের কমিটি দিয়েছে ছাত্রদল। শুক্রবার রাতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন স্বাক্ষরিত এসব কমিটির অনুমোদন প্রদান করা হয়। এক সঙ্গে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলাসহ তিনটি পৌরসভা ও পাঁচটি কলেজ কমিটির অনুমোদন প্রদান করা হছে।

গোয়ালন্দ উপজেলার ছাত্রদলের তিন বছর মেয়াদী নব গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজাউল হাসান মিঠু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সবুজ সরদার। এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে মো. তানভীর আহম্মেদ নিবির সহ সাত জন সহসভাপতি, পাঁচজন যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আহম্মদ আলী শিপন সহ ২৫ সদস্যের আংশিক কমিটি ঘোষনা দেওয়া হয়েছে।

এছাড়া গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি হিসেবে মো. আজিজ ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে মো. মুক্তার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সাজিদ মাহমুদ সন্ধীর নাম ঘোষণা করা হয়েছে। গোয়ালন্দ পৌর ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। পৌর ছাত্রদলের ক্ষেত্রে একই নির্দেশনা প্রদান করা হয়েছে।

একই সাথে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ কমিটি ঘোষনা করেছে। এক্ষেত্রে সভাপতি হিসেবে মো. রাকিবুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক হিসেবে অর্ক আহম্মেদ মুক্তার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সিয়াম আহম্মেদ এর নাম ঘোষনা করা হয়েছে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের ১৯ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি রেজাউল জাসান মিঠু বলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব আগামী তিন সপ্তাহের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দিয়েছেন। প্রয়োজনে সর্বোচ্চ ১০১ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা যাবে বলে জানিয়েছেন। প্রায় ২০ বছর আগে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নানা প্রতিকূলতার মধ্যে একসঙ্গে জেলার ১৩টি ইউনিটের কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। আগামীদে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে থাকতে ছাত্রদলকে আরো সংগঠতি করতেই এই কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে পূর্ববর্তী কমিটির সভাপতি মো. ফারুক দেওয়ান বলেন, সর্বশেষ ২০০৩ সালে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন বছরের জন্য নির্বাচিত কমিটি গঠিত হয়। ওই সময় ফারুক দেওয়ান সভাপতি, ইউনুস হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক এবং মামুন-অর রশিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ফারুক দেওয়ান বলেন, দীর্ঘদিন নানা সমস্যা কারনে এবং প্রতিকূল পরিবেশ না থাকায় কমিটি গঠন হয়নি। এরমধ্যে অন্যতম কারন ছিল জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম গ্রুপ এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি এ্যাড. এম এ খালেক ও এ্যাড. আসলাম মিয়া গ্রুপের মধ্যে বিভক্তি। বর্তমানে যে কমিটি ঘোষণা করা হয়েছে এখানেও দুটি গ্রুপের সমর্থিত রয়েছে। তবে সাবেক ছাত্রনেতা হিসেবে কমিটি গঠনের সময় আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানতে পারাটা আমাদের জন্য দুঃখজনক।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি