নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিয়া ঘাট যৌনপল্লি সংলগ্ন একটি আবাসিক বোডিংয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এছাড়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা নামক এলাকা থেকে হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার আগ মুহুর্তে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন রেললাইনের পাশে অবস্থিত পাঁচতারা আবাসিক বোডিংয়ের ৬নম্বর কক্ষে অভিযান চালিয়ে নগদ ৩ হাজার ৫০০ টাকা ও ৫২টি তাসসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তাহের কাজি পাড়ার আফজাল হোসেন (৩৫), বেপারী পাড়ার হালিম মোল্লা (৩৫), হোসেন মন্ডল পাড়ার আবুল ফকির (৪৫) ও ফরিদপুরের মধুখালী থানার গোন্দারদিয়া গ্রামের শাওন শিকদার (২৮)।
এছাড়া শনিবার সন্ধ্যায় পৃথক আরেক অভিযানে যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা পদ্মা বোডিংয়ের সামনে রাস্তার ওপর থেকে ৩ গ্রাম ওজনের ৩০ পুরিয়া হেরোইন সহ রনি ফকির (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। রনি রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম ভবদিয়া দেলবাড়ী গ্রামের আহম্মদ ফকিরের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় শনিবার রাতেই পুলিশ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।