June 11, 2023, 4:11 am
শিরোনামঃ
খানখানাপুরে ডিবির অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার গোয়ালন্দে ২৭ কেজির বিপন্ন বাগাড় বিক্রি হলো সাড়ে ৪১ হাজার টাকায় রাজবাড়ীতে রাস্তায় পড়ে থাকা লোকটিকে হাসাপাতালে নিলো পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে গোয়ালন্দ মহাসড়ক থেকে পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৫ রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন বৃষ্টির জন্য রাজবাড়ীর ভান্ডারিয়া মাদ্রাসায় বিশেষ নামাজ আদায় যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেল গৃহবধু, দুই বন্ধু গ্রেপ্তার গোয়ালন্দে ধর্ষক পিতাকে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দিল কিশোরী গোয়ালন্দে যুবদলের ৪টি ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩
  • 16 Time View
শেয়ার করুনঃ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুর্গম অঞ্চলে জেগে ওঠা সরকারি জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। তাদের সাথে উপজেলা আ.লীগের একাধিক নেতার নাম অভিযোগে উঠে এসেছে।

রোববার (১৪ মে) ভুক্তভোগী শতাধিক ভূমিহীন কৃষক গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও গোয়ালন্দ ঘাট থানার ওসি’র কাছে লিখিত অভিযোগ করেন। এ সময় তাঁদের সঙ্গে উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামীম মৃধা, উজানচর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 সোমবার (১৫ মে) গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপিত হলে জেগে ওঠা জমির দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হয়।

উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, চর মজলিশপুর ও পাইকরদিয়া মৌজায় জেগে ওঠা জমিতে একপক্ষ ভুট্রা লাগাচ্ছে আরেক পক্ষ তুলে নিয়ে আসছে। জমির দখল নিয়ে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘাত এমনকি হত্যাকান্ডও হতে পারে। ইউএনও এবং ওসিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

১৭২ জন স্বাক্ষরিত ভূমিহীনদের অভিযোগপত্রে কৃষক আক্কাস মাঝি, আব্দুর রাজ্জাক খান, লিটন শেখ ও নজরুল খাঁসহ কয়েকজন বলেন, চর মজলিশপুর ও পাইকরদিয়া মৌজার অধিকাংশ জমি ১০-১২ বছর আগে জেগে উঠে। এরমধ্যে প্রায় ৩০০ একর জমির বিশাল চর রয়েছে। এই চরের বনজঙ্গল পরিষ্কার করে অনাবাদি জমি চাষ যোগ্য করে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় অন্তত দুই শতাধিক ভূমিহীন পরিবার।

অভিযোগে বলা হয়, উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক মোল্লা  বিভিন্ন জাল দলিল তৈরী করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে বিক্রি করছেন। জমির জাল দলিল তৈরী করে মানুষকে হয়রানিও করছেন বলে অভিযোগে বলা হয়।

রাজ্জাক মোল্লা ছাড়াও গোয়ালন্দ উপজেলা আ.লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলার চরকর্ণেশনা ফকিরাবাদ এলাকার সিদ্দিক মাতুব্বর, ফরিদপুর মমিনখার হাট কছিমদ্দিন বেপারি ডাঙ্গীর কাদের মোল্লা, ইসমাইল মুন্সীর ডাঙ্গীর হায়দার মোল্লা, নর্থ চ্যানেল গোলজার মন্ডলের ডাঙ্গী এলাকার আবুল হোসেন ও মো. হালিমের নাম রয়েছে।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, গত শনিবার সন্ধ্যায় কয়েকশ লোক দলীয় কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করেন। দলের ২-১জন নেতার নাম জড়িত থাকার কথা উঠেছে।পাকিস্তান আমলের কিছু কাগজ তৈরী করে ফরিদপুর অঞ্চলের অনেকে ৫০-৬০বিঘা করে জমি দখল করে আছে।যাতে কোন সহিংসতা না হয় প্রশাসনকে দেখতে অনুরোধ জানান।

অভিযোগ প্রসঙ্গে আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, “আমরা কারো জমি দখল করিনি। ওই চরে আমার বাপ-দাদার প্রায় ২০বিঘা জমি পড়ে আছে, গত দুই-তিন বছরে যাইনি। মানহানি করায় আমরা তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।

অভিযোগে বলেন, কিছু আ.লীগ নেতার ইন্দনে অভিযোগকারী উজানচর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম, জিন্দারসহ অনেকে রয়েছেন। বরং তারা গত কয়েকদিনে ট্রলার ও ঘোড়ার গাড়ি বোঝাই করে প্রায় ২ হাজার মন ভুট্টা জোড়পূর্বক এনেছে। এর আগে কৃষক সিদ্দিক এর কাছে ২ লাখ টাকা চাঁদাও দাবি করেছিল। তারাই দখল লুটপাট করে আমাদের দোষ দিচ্ছে।

রাজ্জাকের অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম সঙ্গে থাকা ফরিদপুরের মাধবদিয়ার বাসিন্দা ভুক্তভোগী শফিকুল ইসলামকে দেখিয়ে বলেন, তার কাছ থেকে ৮লাখ টাকা নিয়ে ভুয়া কাগজ দিয়েছেন আব্দুর রাজ্জাক। আজো তাকে জমি বুঝিয়ে দিতে পারেনি। সরকারি খাঁস জমি মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি একেকজনকে ৩০-৪০একর করে লিখে দিচ্ছেন।

তিনি বলেন, আমরা ভুট্টা লুট করে থাকলে তাকে বের করে দিতে বলেন। স্থানীয়দের নিয়ে কিছু জমিতে ভুট্টার আবাদ করেছিলাম, সেই ভুট্টাই এনেছি। আব্দুর রাজ্জাক নিজের অপরাধ ঢাকতে আমাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছেন। আমরা অসহায় ভূমিহীন কৃষকদের পাশে ছিরাম, আছি।

ইউএনও মো. জাকির হোসেন বলেন, যে যেখানে আছেন, সেখানেই থাকেন। কাউকে উচ্ছেদের চেষ্টটা করলে ফল ভালো হবেনা। আমরা খুব শীঘ্রই চর এলাকা পরিদর্শন করবো। অভিযোগ ক্ষতিয়ে দেখে অভিযুক্তদের কি কাগজ আছে তা যাচাই বাছাই করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Rajbarimail
DeveloperAsif
themesba-lates1749691102