Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

মাটি ধ্বসে বক্সকালভার্ট দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে যান চলাচল অব্যাহত

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায় খালের ওপর নির্মিত বক্সকালভার্টের নিচ থেকে প্রায় দুই বছর আগে মাটি ধসে মাঝবরাবর দেবে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও এখনো সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এতে করে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেবগ্রামের তেনাপচা আশ্রয়ন ইউজেডআর-আরএন্ডএইচ (পিয়ার আলী মোড়) ৯০০ মিটার দৈর্ঘের সড়কের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১১-২০১২ অর্থ বছরে খালের ওপর ১৫ লক্ষাধিক টাকা ব্যায়ে ১২ মিটার দৈর্ঘের বক্স কালভার্ট নির্মিত হয়। কালভার্টের নিচ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় ২০২১ সালের অক্টোবরে মাটি ধসে দেবে যায়। তখন সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মাহেন্দ্র, অটোরিক্সা, নসিমন এমনকি ছোট পিকআপ গাড়িও চলাচল অব্যাহত রয়েছে।

সরেজমিন দেখা যায়, তেনাপচা খালের ওপর নির্মিত কালভার্টের মাঝ বরাবর ও একপাশ ভেঙে দেবে গেছে। সেতুর নিচের একাধিক স্থান ভেঙে গেছে। সেতুতে ওঠতে সংযোগ সড়কের বাম পাশের বেশ খানিক জায়গা মাটি সরে গেছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, রিক্সা, অটোরিক্সা ও মোটরসাইকেলের মতো হালকা যান এবং পথচারী আসা যাওয়া অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬৪ জেলা খাল খনন প্রকল্পের আওতায় গোয়ালন্দ-রাজবাড়ী-ফরিদপুরের ১৭ কিলোমিটার দৈর্ঘের খাল খনন প্রকল্পের কাজ ২০১৮-২০১৯ থেকে শুরু করে ২০২০-২০২১ অর্ধ বছরে শেষ হয়। প্রায় ২৫ ফুট প্রসস্থ এবং ৪ ফুট গভীর খনন কাজের প্রাক্কলিত ব্যায় ধরা হয় ৭ কোটি ২৫ লাখ টাকা। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে দেবগ্রামের তেনাপচা এলাকার পদ্মা নদী হতে ছোটভাকলা ইউপির কেউটিল হয়ে ফরিদপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার দৈর্ঘের খাল খনন হয়। এরমধ্যে গোয়ালন্দ উপজেলায় রয়েছে প্রায় ১১ কিলোমিটার।

উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, অপরিকল্পিত খননে খালের দুই পাড় ধ্বসে পড়ে। ছোটভাকলা ইউপির আব্দুল আজিজ মাষ্টারের বাড়ি থেকে দেবগ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান পিয়ার আলীর বাড়ি হয়ে তেনাপচা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় ভাঙন হয়। এমনকি খাল পাড়ে আমার নিজের বাড়িও ঝুঁকিতে রয়েছে। পাউবো’র জরুরি সংস্কার কাজের অংশ হিসেবে দুই বছর আগে তিনি খালের দুই পাশে প্যালাসাইডিং কাজ করেন।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, অপরিকল্পিত খাল খনন এবং বর্ষায় কালভার্ট দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় মাটি ধ্বসে সেতুটি দেবে যায়। তিন বছর পার হলেও সেতু দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল অব্যাহত রয়েছে। এতে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান বলেন, দেবগ্রাম তেনাপচা আশ্রয়ন ইউজেডআর-আরএন্ডএইচ (পিয়ার আলী মোড়) ৯০০ মিটার দৈর্ঘের এলজিইডি সড়কের মাঝে ৩০ মিটার দৈর্ঘের সেতু নির্মাণের জন্য ২০২২ সালের ২ জুন প্রকল্প প্রতিবেদন আকারে করে প্রেরণ করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা