মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মনিরুল মিয়া, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য নির্মল চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, পৌরসভায় বেওয়ারিশ কুকুর নিধন, মহাসড়ক দিয়ে ট্রাকে খোলাভাবে বালু মাটি বহন না করা, সরকারি কাজের নামে বিভিন্ন স্থান হতে ড্রেজিং করে নদী ও পুকুর থেকে বালু উত্তোলন, মাদক, চুরিসহ উপজেলার আইন–শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।