মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়। এ উপলক্ষ্যে বুধবার সকালে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও বিভিন্ন বীমা কোম্পানীর যৌথ উদ্যোগে র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ফরিদপুর ও যশোর জোনের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান, ডিজিএম মো. শামসুল হক, জীবন বীমা কোম্পানীর প্রতিনিধি শ্যাম কুমার বিশ্বাস, সাংবাদিক রাশেদ রায়হান প্রমূখ।