ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর মিজানপুরের জৌকুড়ায় বালু ব্যবসা, বালুর ট্রলার থেকে চাঁদা আদায় ও আধিপত্ত্ব বিস্তারকে কেন্দ্র করে চারজনকে কুপিয়ে জখম করেছ সন্ত্রসীরা। রোববার বেলা সাড়ে এগরোটার দিকে জৌকুড়ায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাথারি কুপিয়ে এ চারজনকে কুপিয়ে জখম করে।
আহতরা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকার আবুল কাশেম বিশ্বাসের ছেলে মে.ওমর ফারুক, জৌকুড়া গ্রামের বিল্লাম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চাইদোয়া গ্রামের মারফত মন্ডলের ছেলে আরিফুল মন্ডল এবং রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দার ম.আব্দুল বারীর ছেলে শরিফুল ইসলাম টিউলিপ। আহতদের সবার মাথায়, পিঠে, হাতে পেট সহ বিভিন্ন স্থানে মারাত্বকভাবে জখম হয়েছে।
আহত ফারুক বলেন, তিনি সহ কয়েকজন জৌকুড়া ছিলেন।এসময় একদল সন্ত্রাসী এসে কোন কিছু বোঝার আগেই তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। এসময় তার মাথা ও হাতে কোপ লেগে মাথায় বেশ কয়েকটি শেলাই লাগে ও হাত ভেঙ্গে যায়।
আহত আরিফ মন্ডল বলেন, তিনি স্থানীয় জেলা পরিষদ সদস্য আজম মন্ডলের বালুর চাতাল ও ট্রলারে কাজ করেন। রোববার তিনি জৌকুড়ায় চাতালের কাছে আসছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাদের দিকে তেরে আসে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এভাবে চারজনকেই তারা মাথা সহ বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক জখম হয়।
উল্লেখ্য গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারী মিজানপুরের কালিতলা নদীতে বালুবাহী ট্রলারের শ্রমিকদের গুলি করে তিনজন আহত হয়।এরই জেরে আজ বেলা সাড়ে এগারটার দিকে চারজনকে কুপিয়ে জখম করা হয়।