Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

মা-মেয়েকে শ্লীলতাহানীর মামলায় রাজবাড়ী পৌর-কাউন্সিলর পলাশ গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মা ও মেয়েকে শ্লীলতা হানির অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুবুর রহমান পলাশকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ শহরের ভাজনচালা গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে। সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের বাজার থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

মামলার বাদী শহরের বিনোদপুর নিউ কলোনীর মৃত ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সামসুন্নাহার অভিযোগে জানান, তার স্বামী ২০২০ সালে মৃত্যুর পর তিনি তার কন্যা নিয়ে রাজবাড়ী বিনোদপুর নিউ কলোনী রেলের কোয়ার্টারে বসবাস করে আসছেন। কোন উপার্জনের উৎস না থাকায় সন্তানদের ভবিষ্যতের জন্য ২০১২ সালের ২১ ফেব্রুয়ারী বিনোদপুর নিউ কলোনী মোড় এলাকায় রেলের জায়গা লীজ গ্রহণ করেন। কিন্তু সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে সেই লীজকৃত জমিতে দোকান ঘর নির্মাণ করার সময় কাউন্সিলর মাহাবুব আলম পলাশ, নতুন পাড়ার মোঃ বাবু সহ ৪-৫জন গিয়ে শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করে বের করে দেয়। এসময় তার মেয়ে ঘটনা জানতে পেরে তাদের কাজে বাধা নিষেধ করলে তাকে এলোপাতাড়ি মারপিট করে। তারা টানা হেচড়া করে মেয়ের পরনের কাপড় বিবস্ত্র করে শ্রীলতাহানী ঘটায়। তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। তাদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গেলে তাকেও চুলের মুঠি ধরে এলোপাতাড়ি চর ধাপ্পর মারে এবং পরনের কাপড় টানা হেচড়া করে বিবস্ত্র করে শ্রীলতাহানী ঘটায়। তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে খুন জখমের হুমকী প্রদান করে চলে যায়। এ বিষয়ে রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মাহবুবুর রহমান বলেন, রাত ১টার দিকে শহর থেকে মাহাবুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, একজন ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌরসভার কাউন্সিলর পলাশকে গ্রপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অপরাধে ৩টি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত