ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের ৪০০ হতদরিদ্র শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বানিবহ ইউনিয়ন কার্যালয়ের সামনে অত্র ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কম্বল বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে নিজ উদ্যোগ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এ কম্বল বিতরন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, বানিবহ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাধারন সম্পাদক ইউনুস আলী মোল্লা সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় বানিবহ ইউনিয়নের ৪০০ জন অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।