নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ও পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এসব কম্বল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) বিকেল ৪টায় প্রথমে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৬০০ অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে সন্ধ্যার আগ মুহুর্তে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত আরো প্রায় ৮০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
দুটি অনুষ্ঠানে সাংসদ কাজী কেরামত আলী ছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ইউনুস হোসেন মোল্লা, পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি প্রমূখ।
এ সময় কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আরেকবার নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। শেখ হাসিনা অসহায় মানুষের কথা ভাবে বলেই তাঁর নির্দেশে গোয়ালন্দ পৌরসভা সহ উজানচর ইউনিয়নের প্রায় ১৪০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।