নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মুরাদ সরদার (১৮) নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বাহাদুরপুর গ্রামের মাছ ব্যাবসায়ী আবুল সরদারের ছেলে। সে ২০২২ সালে এফকে টেকনিক এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি ভোকেশনাল পাশ করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
এর আগে প্রচন্ড জ্বর, মাথা ব্যাথা, বমি, পাতলা পায়খানাসহ বেশ কিছু সমস্যার কারনে গত বুধবার (১৭ জানুয়ারী) তাকে ৫০ শয্যার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তার এ মৃত্যু নিপা ভাইরাসজনিত কারনে হয়েছে বলে বন্ধু, শুভার্থীদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। তবে ডেথ সার্টিফিকেটে ব্রেইন ষ্ট্রোকজনিত কারনে মৃত্যু বলে চিকিৎসক উল্লেখ করেছেন।
মুরাদের চাচাতো ভাই স্কুল শিক্ষক আবুল কাশেম জানান, মুরাদ গত ৩-৪ দিন ধরে জ্বরসহ অন্যান্য সমস্যায় ভুগছিল। বাজারে হাতুরে ডাক্টারের কাছ থেকে এন্টিবায়োটিক এনে সে সেবন করে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত বুধবার সকালের দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্হার অবনতি হলে পরদিন আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্হানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। দুপুরের পর তার লাশ বাড়িতে আনা হয়।
মুরাদের ফেসবুক আইডিতে (এলেক্স মুরাদ) দেখা যায়, বছরের প্রথম দিন ১ জানুয়ারী বন্ধুদের সঙ্গে পাশের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় গিয়ে খেজুরের রস সেবন করছে। বন্ধুদের কারো হাতে রসভর্তি গ্লাস, কারো হাতে রসের হাড়ি আবার কেউ রস পান করছেন এমন ছবি তুলেছে। তাতে বলেছে ‘বছরের প্রথম দিনের সকাল, খেজুরের রস সেবন করে শুরু করলাম’।
নিহত মুরাদের চাচাতো ভাবী, উজানচর ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য ফাতেমা আক্তার বলেন, ১ জানুয়ারী বন্ধুদের সাথে করে মুরাদ রস খায়। প্রায় দুই সপ্তাহ পর তার জ্বর, মাথা ব্যাথা, ডায়রিয়াসহ নানা উপসর্গ দেখা দেয়। প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যায়।কর্তব্যরত চিকিৎসকগন তাদেরকে জানিয়েছেন রস সেবনের কারনে নিপাহ ভাইরাসে সে আক্রান্ত হয়েছিল।
তবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহ মোহাম্মদ শরিফ বলেন, সুনির্দিষ্ট পরিক্ষা-নিরীক্ষা ছাড়া কোন লক্ষন দেখে নিপাহ ভাইরাসের বিষয়ে নিশ্চিত করে বলা যায় না। তাই এ বিষয়ে বিভ্রান্ত ও আতঙ্কিত না হয়ে আমাদের সকলকে বরং আরো সচেতন হওয়া দরকার।