• ঢাকা
  • শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২১

রাজবাড়ীতে ৬টিতে নৌকা, ৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ীর সদর উপজেলার ৬টি ইউনিয়নে আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী এবং ৮টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত দুইটার সময় সদর উপজেলা পরিষদ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।

১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হলেন, মিজানপুর ইউনিয়নে টুকু মিজি (নৌকা), বরাট ইউনিয়নে কাজী শামসুদ্দিন (আনারস), পাঁচুরিয়া ইউনিয়নে মো. মুজিবর রহমান রতন (আনারস), শহীদ ওহাবপুর ইউনিয়নে নূর মোহাম্মদ ভুইয়া (নৌকা), সুলতানপুর ইউনিয়নে আশিকুর রহমান (ঘোড়া), রামকান্তপুর ইউনিয়নে রাজিব মোল্লা বাবু(স্বতন্ত্র), মূলঘর ইউনিয়নে শেখ মো: ওয়াহিদুজ্জামান (নৌকা), খানগঞ্জ ইউনিয়নে শরিফুর রহমান সোহান (নৌকা), খানখানাপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এ.কে.এম ইকবাল হোসেন (চশমা), চন্দনী ইউনিয়নে আব্দুর রব (নৌকা), বানিয়াবহ ইউনিয়নে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শেফালী বেগম (নৌকা), দাদশী ইউনিয়নে দেলোয়ার শেখ দেলো (আনারস), বসন্তপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন সরদার (মোটরসাইকেল), আলীপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক (আনারস)।

উল্লেখ্য, এই ১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫৪ জন। সাধারণ মেম্বার প্রার্থী ৪৩৩ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৫৭ জন। মোট ভোটার ছিল ২ লাখ ৩৬ হাজার ৭ শত ৬৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ছিল ১লক্ষ ২০ হাজার ২ শত ৩৬ জন এবং নারী ভোটার ছিল ১ লক্ষ ১৬ হাজার ৫ শত ২৮ জন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর