Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. আলোচিত খবর

ভাঙচুর মামলায় গোয়ালন্দ উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সহ গ্রেপ্তার ৪

রাজবাড়ী মেইল ডেস্ক
১ ডিসেম্বর ২০২১, ৭:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৫) সহ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীররাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গত বছর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে মারপিট ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৮নম্বর আসামী ছিলেন মোহাম্মদ আলী মোল্লা। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে। ওই মামলার ৪নম্বর এজাহারভুক্ত আসামী দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারকেও (২০) পুলিশ গ্রেপ্তার করেছে। ইয়াছিন দেবগ্রাম ইউপির পূর্ব তেনাপচা গ্রামের খালেক সরদারের ছেলে।

এছাড়া পুলিশ মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, উপজেলার উত্তর দৌলতদিয়া ছিদ্দিক কাজী পাড়ার মৃত ছোহরাব গায়ানের ছেলে সহিদ গায়ান (২৮) ও দৌলতদিয়া হাতেম মন্ডল পাড়ার মৃত জলিল বেপারীর ছেলে হালিম বেপারী (২৫)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. মান্নান মোল্লা বাদী হয়ে ২০২০ সালের ১৪ মার্চ রাতে তার বাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে পরদিন ১৫ মার্চ থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করে। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারসহ মোট ৯ জনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, ওই মামলায় আ.লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা, ছাত্রলীগ নেতা ইয়াছিন সরদার আদালতের নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গ্রেপ্তারী পরোয়ানা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে প্রিজন ভ্যানে করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত