• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১ ডিসেম্বর, ২০২১

ভাঙচুর মামলায় গোয়ালন্দ উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৫) সহ চারজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীররাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

গত বছর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে মারপিট ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৮নম্বর আসামী ছিলেন মোহাম্মদ আলী মোল্লা। তিনি গোয়ালন্দ পৌরসভার দেওয়ান পাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে। ওই মামলার ৪নম্বর এজাহারভুক্ত আসামী দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারকেও (২০) পুলিশ গ্রেপ্তার করেছে। ইয়াছিন দেবগ্রাম ইউপির পূর্ব তেনাপচা গ্রামের খালেক সরদারের ছেলে।

এছাড়া পুলিশ মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আরো দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, উপজেলার উত্তর দৌলতদিয়া ছিদ্দিক কাজী পাড়ার মৃত ছোহরাব গায়ানের ছেলে সহিদ গায়ান (২৮) ও দৌলতদিয়া হাতেম মন্ডল পাড়ার মৃত জলিল বেপারীর ছেলে হালিম বেপারী (২৫)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. মান্নান মোল্লা বাদী হয়ে ২০২০ সালের ১৪ মার্চ রাতে তার বাড়ি ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে পরদিন ১৫ মার্চ থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করে। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লাসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারসহ মোট ৯ জনকে চিহিৃত এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন, ওই মামলায় আ.লীগ নেতা মোহাম্মদ আলী মোল্লা, ছাত্রলীগ নেতা ইয়াছিন সরদার আদালতের নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গ্রেপ্তারী পরোয়ানা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে প্রিজন ভ্যানে করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর