ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ “আমরা গড়বো রাজবাড়ী” এই স্লোগোনে রাজবাড়ী’র সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র আয়োজনে ২০০ জন দরিদ্র পরিবারের মাঝে চাল ও ডাল বিতরন করা হয়েছে।
গত রোববার (১৪ নভেম্বর) বিকালে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে স্বপ্নের রাজবাড়ী সামাজিক ও মানবিক সংগঠন রাজবাড়ী জেলার সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেনর সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এ চাল বিতরন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার কর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াৎ মোহাম্মদ ফেরদৌস প্রমূখ। এ সময় ২০০ জন দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল বিতরন করা হয়।