নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে চুরি হয়ে যাওয়া একটি ১২৫ সিসির বাজাজ ডিসকভার মটরসাইকেলটি ১০দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেছে। একই সাথে চুরির সাথে জড়িত মধ্যরাতে তিন তরুণকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার উজানচর ইউনিয়নের হাজী আব্দুল গফুর মন্ডল পাড়ার গোলাপ বেপারীর ছেলে মো. মিজান বেপারী (২৬), রজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর এলাকার মৃত রাজা শেখ এরে ছলে রিশাদ শেখ (১৯) ও সদর উপজেলার খানখানাপুর ইউপির হোসেন বেপারীর ছেলে আবুল গাফফার বেপারী(৩৫)। তাদেরকে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে দৌলতদিয়া ঘাট পোড়াভিটা সংলগ্ন স্থানীয় একটি ওষুদের দোকানের সামনে মটরসাইকেল রেখে যৌনপল্লির ভিতর কাজে যান স্থানীয় মজিদ শেখ এর পাড়ার আবুল কালাম আজাদ। প্রায় ১ ঘন্টা পর ১২টার দিকে ঘটনাস্থলে ফিরে এসে দেখেন তার ১২৫ সিসির বাজাজ মটরসাইকেলটি নেই। স্থানীয়সহ সম্ভব্য স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় অবশেষে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সোর্স এবং প্রযুক্তির মাধ্যমে মটরসাইকেলটির সন্ধান পেলে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেন। সেই সাথে চুরির সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।