ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ১৮ অক্টোবর সোমবার শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন পালিত হয়।
“শেখ রাসেল, দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এই শ্লোগানকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।