• ঢাকা
  • শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ৯ অক্টোবর, ২০২১

দৌলতদিয়া যৌনপল্লির নিজ ঘর থেকে জবাই করা নারীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার সকালে দৌলতদিয়া ঘাট যৌনপল্লির নিজ ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করেছে।

নিহত ওই নারীর নাম রিতা বেগম (৩৫)। সে যৌনপল্লির সুজন খোন্দকারের বাড়ির ভাড়াটিয়া। দৌলতদিয়া ক্যানাল ঘাট গফুর মোল্লা পাড়ার শাহিন শেখ এর স্ত্রী। রিতুর বাবার বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার গারোরান পূর্ব পাড়া।

সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো ব্লেড, সিগারেট, কনডম, গামছা, চুল সহ কিছু আলামত জব্দ করেছে। পুলিশ এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। তবে তদন্তের স্বার্থে বাড়ির মালিক সুজন খোন্দকারসহ বাড়ির দুই ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করছে।

নিহত রিতুর কন্যা, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জানায়, সে দাদীর কাছে রাতে ঘুমায়। শনিবার সকাল ৮টার দিকে পল্লির কয়েকজন তাকে জানায়, ‘তার মা খুন হয়েছে’। খবর শুনে দৌড়ে এসে দেখতে পায় ঘরের মেঝেতে রক্তাত্ব জখম অবস্থায় লাশ পড়ে আছে। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পাশে একটি গামছা, ধারালো ব্লেড পড়ে আছে। রক্ত ঘরের মেঝ থেকে শুরু করে ঘরের বাইরে উঠানে চলে এসেছে।

সে জানায়, তার মার ঘরে সুজন কাকা (কথিত সাংবাদিক সুজন খোন্দকার) নিয়মিত আসা যাওয়া করতো। শুক্রবার দিবাগত মধ্যরাতে সুজন বাড়িতে এসে ঘুরে যায় বলে স্থানীয়রা জানায়। তবে কে তার মাকে খুন করেছে তা নিশ্চিত করে বলতে পারছেন না। শুক্রবার দিবাগত রাত তিনটা পর্যন্ত রিতু জেগে ছিল। বাড়িওয়ালা সুজন খোন্দকার রাত ১১টার দিকে ওই বাড়িতে এসে কিছুক্ষণ অবস্থানের পর বাইরে যান। পুনরায় রাত তিনটার দিকে বাড়িতে ফিরে আসে। এরপর সে কখন বাড়ি থেকে বের হয়ে গেছে কেউ নিশ্চিত করতে পারেননি।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে স্থানীয় দুই নারী রিতুর ঘর খোলা এবং ঘরের মেঝ দিয়ে রক্ত গড়িয়ে উঠানে পড়ছে। এমন পরিস্থিতি দেখে চিৎকার করতে থাকে। স্থানীয় লোকজন বিষয়টি দ্রুত অন্য বাড়িওয়ালা ও পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। প্রাথমিকভাবে বাড়িওয়ালা সুজন খোন্দকার ও দুই ভাড়াটিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহ উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, প্রাথমিক নিশ্চিত তাকে খুন করা হয়েছে। তবে কারা, কিভাবে খুন করেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেনা। ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। বাড়িওয়ালাসহ দুই ভাড়াটিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় ফরিদপুরে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে ফরিদপুর থেকে পিবিআইএর একটি দল ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহের কাজ শুরু করে। পরে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর