Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. আলোচিত খবর

খাল খননে বিভিন্ন স্থানে ভাঙন, ধ্বসে যাচ্ছে রাস্তা-বসতভিটা, দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ অক্টোবর ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নে অপরিকল্পিতভাবে খাল খননে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রাস্তা ও বসতভিটা ধ্বসে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্হানীয়রা। এ নিয়ে ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাউবো বলছে, খাল খননের জন্য নয় বরং খালের উপর অপরিকল্পিতভাবে ব্রীজ নির্মাণ এবং বসতভিটা থাকায় পানি ঠিকমতো প্রবাহিত হতে না পারায় ভাঙন সৃষ্টি হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ৬৪ জেলা খাল খনন প্রকল্পের আওতায় ২০১৮ সালে গোয়ালন্দ-রাজবাড়ী-ফরিদপুরের ১৭কিলোমিটার দৈর্ঘের খাল খনন প্রকল্পের কাজ শুরু হয়। গত ২০২০-২০২১ অর্থ বছরে খনন কাজ শেষ হয়। প্রায় ২৫ফুট চওড়া এবং ৪ফুট গভীর খনন কাজের প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছিল প্রায় ৭ কোটি ২৫ লাখ টাকা। চুক্তিমূল্য ধরা হয় ৬ কোটি ৫২ লাখ টাকা। ঢাকার মতিঝিলের টিটিএসএল-এসআর নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের অনূকূলে কার্যাদেশ প্রদান করা হয়।

সুত্র জানায়, পাউবোর তত্বাবধানে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায় পদ্মা নদী হতে ছোটভাকলা ইউপির কেউটিল হয়ে বয়ে আসা ফরিদপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার দৈর্ঘের খালটি খনন শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে গোয়ালন্দ উপজেলা এলাকায় রয়েছে প্রায় ১১ কিলোমিটার। খালের অনেক জায়গায় পর্যাপ্ত ঢাল বা জায়গা রাখা হয়নি। ব্রীজসহ বিভিন্ন ঝুকিপূর্ণ স্হানে গার্ডার, সিসি ব্লক, জিও ব্যাগসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন থাকলেও করা হয়নি। ফলে দুই বছর ধরে বর্ষা মৌসুমে খাল দিয়ে তীব্র স্রোত প্রবাহিত হওয়ায় দেবগ্রামের তেনাপচা এলাকার প্রায় এক কিলোমিটার জুড়ে ধ্বসের সৃষ্টি হয়।

গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, পাউবো অপরিকল্পিত খাল খনন করায় দুই বছর ধরে ধ্বসে পড়ছে। ছোটভাকলার কেউটিল আব্দুল আজিজ মাষ্টারের বাড়ির কাছ থেকে শুরু করে দেবগ্রামের প্রয়াত চেয়ারম্যান পিয়ার আলীর বাড়ির পাশ দিয়ে সুইস গেট হয়ে তেনাপচা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এমনকি আমার তেনাপচা এলাকার বাড়ির বসতভিটা রক্ষা করতে পারছিনা। নদীর পানি দ্রুত কমে যাওয়ায় বসতভিটা ভেঙে ঘর ধ্বসে পড়ার উপক্রম হয়েছে। দ্রুত বাঁশ দিয়ে পাইলিং করলেও রক্ষা করতে পারছি না। স্থানীয় কবরস্থানে যাতায়াতের জন্য প্রায় ৫০০ দৈর্ঘের রাস্তা করেছিলাম। তা ধ্বসে চলাচল প্রায় বন্ধের উপক্রম হয়েছে। এছাড়া অধিকাংশ বাড়ি-ঘর ঝুকিতে পড়েছে।

স্থানীয় আইয়ুব সরদার (৫২) ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘরের পিছনে দুই সারি গাছ লাগানো ছিল, ১০ফুট চওড়া রাস্তা ছিল। রাস্তা থেকে খালের ঢালু ছিল আরো প্রায় ১২ফুট। তার পাশ দিয়ে মেহগনি গাছ লাগানো ছিল। এখন রাস্তা, গাছ, ঢালু কিছুই নাই। খাল খননের পর থেকে ভাঙতে থাকায় এমন পরিস্থিতি হয়েছে। এখন বাড়ি-ঘর রক্ষা করা যাচ্ছেনা। ঘর সরিয়ে আরেক ভিটায় নিয়ে তুলছি। খাল পাড়ের প্রায় ৫০টি পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, আমি ঘটনাস্হল ঘুরে দেখেছি। গত বছর থেকে খাল খননকালে পর্যাপ্ত জায়গা বা ঢালু না রাখায় দুই পাড় স্থানে ধ্বসে যাচ্ছে। এখন বর্ষাকালে পানির স্রোত বেশি থাকায় ভাঙন ঝুঁকি রয়েছে। ভাঙ্গন ও ধ্বসে যাওয়া এলাকায় দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল সরদার বলেন, খালের উভয় পাশে ঘর-বাড়িসহ অনেক স্থাপনা থাকায় নিয়মমাফিক খনন সম্ভব হয়নি। সিডিউল অনুযায়ী খনন করলে অনেক বসতভিটা ক্ষতি হতো। বসত বাড়ির কারনে ঠিকাদার সাড়ে ৬ কোটি টাকার কাজ মাত্র ৩ কোটিতেই শেষ করতে হয়েছে। এ কাজে জিও ব্যাগ, সিসি ব্লক বা এমন কিছুর জন্য বরাদ্দ ছিল না। খালের চওড়া অনুপাতে ব্রীজ সঠিকমাপে না করে ছোট করে তৈরি করায় পশ্চিম তেনাপঁচা এলাকায় তীব্র স্রোতের সৃষ্টি হচ্ছে। যার ফলে সেখানে ভাঙ্গন ও ধ্বসের সৃষ্টি হচ্ছে বলে দাবী করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান

রাজবাড়ীতে আবারও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, চার লাখ টাকায় রফাদফা

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার