ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে পদ্মার পানি এখনো বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচে রয়েছে। পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার এবং গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। গত চার-পাঁচ দিন ধরে নদীতে পানি বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
পানি বৃদ্ধির ফলে সদর, কালুখালী, গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা পানি বন্দি হয়ে পড়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এরই মধ্যে চরাঞ্চলের অনেক বাসিন্দারা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
মিজানপুর ইউনিয়নের আমবাড়ীয়ার চরের বাসিন্দা আফসার প্রামানিক জানায়, আরও এক সপ্তাহ আগে বাড়ি ঘরে পানি উঠে গেছে। ঘরের আসবাবপত্র নিয়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। পানি কমলে আবার চরে ফিরে যাবো।
আলেয়া খাতুন জানায়, পানি বাড়ায় গরু ছাগল নিয়ে খুবই দূর্ভোগে ছিলাম । চরে পানি উঠায় খাবার সংকট দেখা দিয়েছে। যে কারণে ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়ি চলে এসেছি।
রাজবাড়ীর ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুল হক জানান, পদ্মার পানি বৃদ্ধির ফলে জেলায় এখন পর্যন্ত কত পরিবার পানিবন্দি রয়েছে সেটার কোন তথ্য নেই তাদের কাছে।