নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, প্রাক্তন গণপরিষদ সদস্য ও তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হেদায়েত হোসেন এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ আগষ্ট) রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
কাজী হেদায়েত হোসেন রাজবাড়ী-১ আমনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এবং রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুযোগ্য পিতা।
পৌরসভার টেক্স আদায়কারী আসাদুজ্জামান সেলিম ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, এনায়েত হোসেন জাকির, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।