Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ভিন্ন স্বাদের খবর
  6. আলোচিত খবর

পদ্মার স্রোতে ভাসতে ছিল মা ও ছেলে, ঝাপ দিয়ে উদ্ধার করলো ঘাট শ্রমিক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ আগস্ট ২০২১, ৬:১৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় শুক্রবার সকালে পরিবহনের চাপার হাত থেকে বাঁচতে অসাবধানতা বশত ফেরি পন্টুন থেকে পদ্মায় পড়ে যান এক গৃহবধু ও তাঁর শিশু সন্তান। এসময় ঘাটে কর্তব্যরত মনির শেখ নামের এক ফেরি শ্রমিক নদীতে ঝাপ দিয়ে তাদেরকে উদ্ধার করে। এসময় নদীতে প্রচন্ড স্রোত ছিল।

উদ্ধার হওয়া গৃহবধুর নাম রোকসানা ইয়াসমিন (২৭) ও তাঁর শিশু সন্তান মেহেরাব হোসেন (৪)। রোকসানা মাগুরার শ্রীপুর উপজেলার মাসাইলা কুসা ইসাপুর গ্রামের মো. হাসান উজ্জামানের স্ত্রী। হাসান উজ্জামান গাজীপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করেন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মা ও ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ঘাটে যানবাহন আনলোড করে গাড়ির জন্য অপেক্ষা করছিল রো রো ফেরি আমানত শাহ। ঘাটে ফেরি দেখে দ্রুত গিয়ে উঠেন হাসান উজ্জামান। পিছনে ছিলেন স্ত্রী এবং তাদের একমাত্র ছেলে সন্তান। ফেরির পন্টুনে ওঠার সংযোগ সড়ক র‌্যাম দিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস তাদের প্রায় ঘেঁসে যাওয়ায় চাপ লাগার ভয়ে ভীত হয়ে পড়েন। অসাবধানতাবশত গৃহবধু রোকসানা ইয়াসমিন ও তাদের সন্তান মেহেরাব হোসেন র‌্যাম থেকে নদীতে পড়ে যান। এসময় নদীতে প্রচন্ড স্রোত থাকায় তাদের ভাটিতে টেনে নিয়ে যাচিছল।

ঘাটে ডিউটিরত পন্টুন শ্রমিক মনির শেখ বিষয়টি দেখার সাথেই নদীতে ঝাপ দেন। একহাতে শিশু মেহেরাব আরেক হাত দিয়ে রোকসানাকে ধরে ফেলেন। ফেরি থেকে স্বামী হাসান উজ্জামান দেখে ফেলে তিনিও লাফ দেন। হাসান উজ্জামান তার স্ত্রীকে ও মনির শেখ শিশু সন্তানটিকে টেনে তুলে আনেন।

মনির শেখ বলেন, বাসটি র‌্যাম দিয়ে ফেরিতে ওঠার সময় পাশাপাশি ওই গৃহবধু ও তার শিশু সন্তান অনেকটা বাসের চাপা পড়ার উপক্রম হন। ভয়ে তারা র‌্যাম থেকে নদীতে পড়ে যায়। পড়ার মুহুর্তে প্রচন্ড স্রোত তাদেরকে ভাটিতে টেনে নিতে থাকে। আমি দেখেই লাফ দিয়ে তাদের ধরে ফেলি। এসময় ফেরি এবং পন্টুনের মাঝে চিপায় পড়ে যায়। তার স্বামীও লাফ দিয়ে তার স্ত্রীকে এবং আমি শিশুটিকে টেনে উপরে তুলি। একটু দেরি হলেই মা ও শিশু স্রোতে ভেসে যেত। হয়তো তাদেরকে বাঁচানো সম্ভব হতো না।

প্রত্যক্ষদর্শীরা জানান, গৃহবধুর বাবার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর কন্ডুপাড়ায়। স্বামী হাসান উজ্জামান করোনার কারণে প্রায় দেড় মাস ধরে স্ত্রীকে বাবার বাড়ি রেখে তিনি কর্মস্থলে অবস্থান করেন। শুক্রবার সকালে স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। ঘাটে ফেরি দেখে লাগেজ নিয়ে তিনি আগে ফেরিতে উঠেন। পিছনে থাকা স্ত্রী ও সন্তান পরিবহনের চাপার আশঙ্কায় ভয়ে নদীতে পড়ে যান। উদ্ধারের পর স্থানীয় শাহজাহান শেখ এর মৎস্য আড়তে বিশ্রাম নেয়। পরে খবর পেয়ে শ^শুর বাড়ির লোকজন অটোরিক্সায় করে তাদেরকে নিয়ে যান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বিএনপির প্রতিনিধি সভায় ওয়ার্কাস বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিশারী সংঘ

গোয়ালন্দে মঠ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পাশে বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া

আইনশৃঙ্খলা কমিটির সভাঃ মহাসড়কে বেপরোয়া বালুবাহি ট্রাক, একদিন পর পর অভিযানের সিদ্ধান্ত

গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে বিএনপি নেতা এ্যাড. আসলাম মিয়ার পক্ষে মহিলা দলের লিফলেট বিতরণ

রাজবাড়ীর পদ্মা নদীতে এবার ধরা পড়েছে বিশাল আকারের মহাবিপন্ন বাগাড়

রাজবাড়ীতে হারানো মোবাইল ৬৬ জনকে ফিরিয়ে দিল পুলিশ

গোয়ালন্দে মাটির ট্রাকের চাপায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রী, আহত ৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা