ষ্টাফ রিপোর্টার, পাংশাঃ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাজবাড়ীর পাংশা থেকে একটি বিদেশী পিস্তল, ৯ হাজার ২০০টি ইয়াবাবড়ি উদ্ধার করেছে। একই সাথে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার মো. আশরাফুজ্জামান ওরফে আরিফ (৩৩) ও মো. মিন্টু মন্ডল (২৯) এবং পিরোজপুর সদর উপজেলার মো. মামুন শিকদার (৩১)। তাদের বিরুদ্ধে আজ শুক্রবার পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীররাতে পাংশা উপজেলার ভট্রাচার্য গ্রামে অভিযান চালায়। এসময় উল্লেখিত তিন যুবককে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তুল, ৯ হাজার ২০০পিস ইয়াবাবড়ি, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৯টি মুঠোফোনের সিমকার্ড এবং ৬টি মুঠোফোন জব্দ করা হয়। র্যাবের দাবী, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় এলাকার একে অপরের সহায়তায় এলাকাবাসীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাংশার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল।