নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রোববার (১ আগষ্ট) থেকে দেশের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণায় কঠোর বিধিনিষেধে আটকে থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীর দিকে ছুটছেন। শনিবার সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে মানুষের ঢল নামে। মানুষের ভিড়ে কোথাও দাঁড়ানোর জায়গাটুকো নেই।
দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে রিক্সা-ভ্যান, নসিমন, করিমন, অটোরিক্সা, মাহেন্দ্র, প্রাইভেটকার, মাইক্রোবাসে যে যেভাবে পারছে সেভাবে দৌলতদিয়া ঘাটে নামছেন। ফেরি ঘাটে মানুষের ভিড়ে কোথাও দাঁড়ানোর জায়গাটুকো ছিল না। মানিকগঞ্জের পাটুরিয়া থেকে আসা ফেরিতে থাকা যানবাহনগুলি মানুষের ভিড়ে সহজে নামতে পারছিলনা। এসময় ক্ষোভে অনেকে লকডাউন নিয়ে সরকারকে তিরস্কার করেন।
দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়, প্রতিটি ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। কোথাও পা ফেলার জায়গাটুকো নেই। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে মানুষজন বিভিন্ন উপায়ে ফেরি ঘাটে এসে নামছেন। প্রখর রৌদ্রের মধ্যে ফেরির পন্টুনের ওপর দাঁড়ানোর জায়গা না পাওয়ায় অনেকে আশপাশের রাস্তা বা দোকান-পাটের ঝাপের নিচে আশ্রয় নিচ্ছেন। একদিকে প্রখর রৌদ, আরেকদিকে গরম। এরপর মানুষে গিজগিজ করছে। কোথাও স্বাস্থ্যবিধির বালাই ছিল না। কিছু সচেতন মানুষ থাকলেও তাদেরকে এক পাশে দাঁড়িয়ে বার বার দুই হাত স্যানিটাইজার করতে দেখা যায়। এছাড়া আগত যাত্রীরা ফেরি না পেয়ে এ ঘাট ছেড়ে ওই ঘাট, আবার ওই ঘাট ছেড়ে এ ঘাটে ছোটছুটি করতে থাকেন। এসময় ফেরি স্বল্পতা দেখে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশ ও বিআইডব্লিউটিসির ষ্টাফদের যাত্রীদের সহায়ক ভূমিকা পালন করতে দেখা যায়। তবে তারা মাঝেমধ্যে ভিড় সামাল দিতে অসহায় হয়ে পড়েন।
সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া থেকে ৩-৪টি পণ্যবাহী গাড়ি, ৪টি ব্যক্তিগত গাড়ি নিয়ে রো রো (বড়) ভাষা শহীদ বরকত দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে ভিড়ে। তার আগে ঘাটের পন্টুন থেকে শুরু করে সংযোগ সড়ক এমনকি উপরের পাকা সড়কে মানুষে গিজগিজ করছিল। বার বার ফেরি থেকে মাষ্টার মাইকে পন্টুন থেকে যাত্রীদের সরে যাওয়ার অনুরোধ করছিলেন। কিন্তু কে শুনে কার কথা। ফেরিতে থাকা যানবাহনকে নামানোর পরিবেশ তৈরী করতে মাইকে ঘাট এলাকায় কর্তব্যরত পুলিশের সহযোগিতা চান ফেরি চালক। এক পর্যায়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর ফেরি থেকে যানবাহনগুলি উচ্চ মাত্রায় হর্ণ বাজিয়ে পুলিশের সহযোগিতা নিয়ে নামতে সক্ষম হয়। মানুষের ভিড়ে ফেরির ডালা পর্যন্ত তুলতে পারছিলেন না ফেরি চালক। মাইকে বার বার ডালার ওপর থেকে মানুষজন এবং মোটরসাইকেল সরে যাওয়ার অনুরোধ করেন। পরে ঘাট এলাকার তৃতীয় লিঙ্গের সহযোগিতায় মোটরসাইকেল নামতে বাধ্য হয়।
সাভারের একটি পোশাক কারখানায় কাজ করেন কুষ্টিয়ার কুমারখালীর মিনা আক্তার। সকালে মাইক্রোবাসে করে জনপ্রতি ৫০০ টাকা করে ভাড়া দিয়ে আসেন দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে আলাপকালে তার কাছে জানতে চাওয়া হয়, এই লকডাউন এবং করোনার মধ্যে কেন বাড়ি গিয়েছিলেন? এ প্রসঙ্গে তিনি বলেন, গত ঈদুল ফিতরের সময় আমরা কেউ বাড়ি যেতে পারিনি। এই কোরবানীর ঈদে লম্বা ছুটি পাওয়ায় ছুটি ঘোষণার পরদিন বাড়ি চলে আসি।
আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর অনেকটা অসহায়ের সুরে বলেন, এত মানুষ কিভাবে নিয়ন্ত্রণ সম্ভভ? তারপরও আমাদের পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে যতটুকো সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, “ভাই আমরা খুব বিপদে আছি। অনেক কিছু বলতে পারছি না। আগে ৮টি ফেরি চলছিল। মাঝেমধ্যে এমন কিছু নির্দেশনা আসে, আমরা এখন কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিনা। হাজার হাজার মানুষ নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ঘাটে নেমেই ‘আমাদের ঢাকা পাঠান বলে আন্দোলন করছেন, মারামারি করছেন”। এমন পরিস্থিতির মধ্যে আছি। তারপরও যতদূর সম্ভব ফেরি চালাচ্ছি।