ইমরান মনিম, রাজবাড়ীঃ করোনা সংক্রমন ঝুকি এড়াতে কঠোর বিধি নিষেধ চলায় সব শ্রেনী পেশার মানুষ কর্মহীন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরছে। এদিকে বাজারে গত কয়েক মাস ধরে তেল, চিনি ও ডাল সহ সব ধরনের পন্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এতে নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
গত ২৬ জুলাই থেকে ক্রেতা সাধারনের কথা চিন্তা করে টিসিবি মালামাল বিক্রয় শুরু করেছে। যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। সপ্তাহের শুক্র ও শনিবার বাদে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন টিসিবির পন্য বিক্রয় করা হচ্ছে। তেল, চিনি ও মসুর ডাল এই তিন ধরনের সামগ্রী বিক্রয় করা হচ্ছে ট্রাক সেলের মাধ্যমে। এসময় স্বাস্থ্যবিধি মেনে ও মাস্কা পরিধান করে লাইনে দ্বাড়িয়ে এসব পন্য ক্রয় করতে হয় ক্রেতাদের।
ক্রেতারা জানান, করোনার কারনে তাদের আয় কমে যাওয়ায় এবং বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বেড়ে যাওয়ায় তারা পন্য কিনতে হিমশিম খাচ্ছেন। টিসিবির পন্য কম দামে ক্রয় করতে পেরে তারা উপক্রিত হচ্ছেন।
১০০ টাকা লিটারে ৪ লিটার তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ২ কেজি ডাল সহ মোট ৬২০ টাকায় এই তিন ধরনের পন্যের প্যাকেজ কিনতে পারছেন ক্রেতারা। প্রতিদিন বেলা বারটার দিকে সদর উপজেলা কার্যালয়সহ বিভিন্ন স্থানে এসব মালামাল বিক্রয় করা হয়। এসময় ৫০০ লিটার তেল, ৬০০ কেজি চিনি ও ৪০০ কেজি ডাল বিক্রয় করা হয়। হাসিব স্টোর এ পন্য বিক্রয়ের ডিলার হিসেবে প্রতিদিন ফরিদপুরের টেকেরহাট টিসিবি কার্যালয় থেকে এসব পন্য তার ডিলারের মাধ্যমে এনে সদর উপজেলার বিভিন্ন স্থানে বিক্রয় করছেন।