Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জুলাই ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে সুলতানপুর ইউনিয়নটি গুরুত্বপূর্ণ ও জন সংখ্যার দিক দিয়ে বড় একটি ইউনিয়ন। এ ইউনিয়নটি সদর উপজেলার শেষ প্রান্তে অবস্থিত। বিগত কয়েক বছর ধরে এ ইউনিয়ন কার্যালয়টি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে।

কার্যালয়ের ছাদ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাঁটল ও পলেস্তারা খুলে পরেছে। ছাদের উপরের অংশে পরগাছা গজিয়েছে। এতে ছাদের ওপরভাগ নষ্ট হয়ে বৃষ্টির পানি পরে কক্ষের ভেতরে রাখা মালামাল ও অফিসের কাজে ব্যবহার করা বিভিন্ন প্রয়োজনীয় কাগজ পত্র নষ্ট হচ্ছে। অধিকাংশ সময় কক্ষের ভেতর হত দরিদ্রদের মালামাল রাখতে হয়। অথচ বৃষ্টির কারনে তা রাখা অসাধ্য হয়ে পড়েছে। এতে মালামাল রাখতে বিপাকে পরতে হচ্ছে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের।

ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জানান, কয়েক বছর ধরে সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়টি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। দেয়াল, ছাদ ও ছাদের ওপর অংশে পরগাছা গজিয়ে পুরো ভবনটি নষ্ট হতে চলেছে। অথচ ইউনিয়নের মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র রাখা ও ব্যবহার করা এখন অসাধ্য হয়ে গেছে। বৃষ্টির পানিতে খাদ্য দ্রব্য নষ্ট হয়। এতে ভবনটি এখন ব্যবহার করা অসম্ভব হয়ে গেছে।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, এই ইউনিয়ন কার্যালয়টি এখন ব্যবহার করা যাচ্ছে না। বৃষ্টি এলেই দুঃচিন্তায় থাকতে হয়, বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য, মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়। দ্রুত এই ইউপি ভবনের মেরামত কাজ করা না হলে কিছু দিন পরে এই ভবনটি আর ব্যবহার করা সম্ভব হবেনা। কয়েকবার এলজিইডি, জেলা পরিষদ এ কার্যালয়ের ভবন পরিদর্শন করেছেন। কিন্তু মেরামত বা উন্নয়ন কাজ কিছু হয়নি। অতি দ্রুত ভবনের কাজ করতে সরকার ও কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।

এ প্রসঙ্গে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মোহাম্মদ সায়েফ জানান, সুলতানপুর ইউনিয়ন পরিষদ ভবন ব্যাবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ পর্যন্ত আমাকে জানাননি। বিষয়টি এখন জেনেছি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবনটির উন্নয়ন কাজ করার সিদ্ধান্ত গ্রহন করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কর্মচারীকে বেধে রেখে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গোয়ালন্দে হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

পাংশায় গলায় ফাঁস নিয়ে বেকার যুবকের আত্মহত্যা

গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মোল্লার জানাজা সম্পন্ন

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির পরিচিতি সভা ও নবীনবরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে অপহরণ মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

বালিয়াকান্দিতে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে ফরিদপুর ভাঙ্গা থেকে গ্রেপ্তার

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

নানা আয়োজনে শেষ হলো গোয়ালন্দের তিনদিন ব্যাপী ১৫৩ তম ফকিরী মেলা