ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে নিজস্ব অর্থ ব্যয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিন উদ্দিন আহমেদ টুকু মিজি। সোমবার সকালে সুর্যনগর ২নং আওয়ামী লীগের কার্যালয় থেকে এ খাদ্য সামগ্রী বিতর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হবি মন্ডল, সাধারণ সম্পাদক হান্নান সেখ, মিজানপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের মহিলা নেত্রী পারুল বেগম, মিজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রুবেল মন্ডল প্রমুখ।