Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ভাঙনঃ মুহুর্তেই বিলীন ৮টি পরিবারের বসতভিটা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

রাশেদ রায়হানঃ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের ভাঙন এলাকা পরিদর্শনের ২৪ ঘন্টা পার না হতেই ফেরি ঘাট এলাকায় ব্যাপক আকারে ভাঙন দেখা দিয়েছে। চোখের পলকে স্থানীয় ৮ টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে যায়। ভাঙন আতঙ্কে এলাকার মানুষ অন্যত্র ছুটে চলছে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি স্থান মজিদ শেখের পাড়ার প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়। ভাঙন আতঙ্কে সরে যায় আরো প্রায় ৪১ টি পরিবার। এসময় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এর মধ্যে সমন্বয় হীনতার কারনেই ভাঙনের অন্যতম কারণ হিসেবে বলছেন। সোমবার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পরিস্থিতি দেখতে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে হঠাৎ করে পানির তীব্র স্রোতের ঘূর্নিপাকে দৌলতদিয়া লঞ্চ ঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়ায় বসতবিটা বিলীন হতে থাকে। কেউ বোঝার আগেই চোখের পলকে একে একে নিচ থেকে দেবে যায় বসতভিটা। এতে ইমান আলী শেখ, আব্দুস সামাদ বেপারী, বিলাস বেপারী, আক্কাছ বেপারী, সোবহান শেখ, আক্কেল বেপারী, স্থানীয় সাবেক ইউপি সদস্য উজ্জল হোসেন বাবুর সহ ৮টি পরিবারের বসত ঘর-ভিটা সব বিলীন হয়ে যায়।

ভাঙন আতঙ্কে ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছেন মোকসেদ মুন্সী, দেলোয়ার প্রামানিক, টুকাই বেপারী, লতিফ বেপারী, আব্দুল ওহাব, মজিবর প্রামানিক, টোকন মন্ডল সহ আরো প্রায় ৪০টি পরিবার। ভাঙন আতঙ্কে রয়েছে মজিদ শেখের পাড়া, সিদ্দিক কাজী পাড়া ও ছাত্তার মেম্বার পাড়ার আরো প্রায় এক হাজার পরিবার।

সাবেক ইউপি সদস্য উজ্জল হোসেন বাবু বলেন, “ভাই সবকিছু শেষ হয়ে গেল। কাউকে বাঁচাতে পারলাম না। কতবার পানি উন্নয়ন বোর্ডের এক্সেনকে বললাম বালুর বস্তা ফেলতে, কোন কথাই শুনলেন না”। তিনি ক্ষোভের সাথে কান্নারত অবস্থায় কথাগুলি বলেন।

স্থানীয় ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আশরাফ হোসেন বলেন, মুহুর্তের মধ্যে ভাঙনে ৮ টি পরিবারের বসতভিটা নদীতে দাবিয়ে নিয়েছে। আরো ৪১ টি পরিবার অন্যত্র চলে যাচ্ছে।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য নগদ অর্থ ও ঢেউটিন দরকার।

ইউএনও আজিজুল হক খান ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবনসহ খাদ্য সহায়তা প্রদান করেন।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, গত শুক্রবার থেকে পরিস্থিতি খারাপ দেখছি। তখন থেকে পাউবো এবং বিআইডব্লিউটিএকে বার বার বলছি। তারা সক্রিয় থাকলে আজ এমন পরিস্থিতি হতো না। এখানে বালুর বস্তা না ফেলে উজানে ফেলার অনুরোধ করছি।

বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, লঞ্চ ঘাট ও ১ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি প্রায় ১০০ মিটার লম্বা এবং ৪০ মিটারের মতো ইউট্রান করে নদীতে বিলীন হয়েছে। উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, লঞ্চ ঘাটের পর থেকে ফেরি ঘাট বিআইডব্লিউটিএর। তাদের অনুমোতি ছাড়া কাজ করতে পারিনা। তবে উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দশে বুধবার থেকে জরুরী ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলবে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, জরুরী ভিত্তিতে আগে খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করছি। ভাঙন প্রতিরোধে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, এক সপ্তাহ আগেও পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীকে ঘাটের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলাম। এখন তো সেই দুর্ঘটনা ঘটেই গেল। দ্রুত ব্যবস্থা নিতে এখনই তাদেরকে অবগত করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন