ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে মুখে মাস্ক না পড়া বা স্বাস্থ্যবিধি না মানার কারনে ভ্রাম্যমান আদালত মোট ২২ জনকে প্রায় ৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত জানায়, সরকারের বেধে দেওয়া লকডাউন বাস্তবায়নে গোয়ালন্দ উপজেলা প্রশাসন সর্বত্র তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উজানচর, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মুখে মাস্ক না রেখে স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগে মোট ২২ জনকে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো অনেককে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, গত পৌনে দুটি বছর ধরে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত এসব মানুষের মাঝে সচেতনতা ফিরে আসলোনা। যে কারনে আজ দেশের এমন ভয়াবহ পরিস্থিতি। তারপরও সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। ঘরে থাকার পরামর্শ দিচ্ছি। খুব প্রয়োজন হলে অবশ্যই মুখে মাস্ক দিয়ে বের হওয়ার অনুরোধ জানাচ্ছি।