• ঢাকা
  • শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১
সর্বশেষ আপডেট : ৪ জুলাই, ২০২১

পাংশায় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুদ্দিন মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার, পাংশাঃ রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন মিয়া (৭২) ইন্তেকাল করেছেন। শনিবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাংশা পৌর শহরের নারায়নপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা নুরুদ্দিন মিয়া রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের খালু তিনি। নুরুদ্দিন মিয়ার স্ত্রী নুরুন্নাহার বেগম রাজবাড়ী জেলা পরিষদের সদস্য এবং পাংশা গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আওয়ামী লীগ নেতা নুরুদ্দিন মিয়ার হার্ট, কিডনী ও ডায়াবেটিস রোগ ছিল।

জানা যায়, শনিবার দুপুর দুইটার সময় পাংশা সরকারী কলেজের পাশে নির্মাণাধীন মডেল মসজিদ এন্ড কালচারাল সেন্টারে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের আগে সেখানে মরহুম নুরুদ্দিন মিয়ার কফিন জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদন করা হয়। রাজবাড়ী পুলিশ লাইনসের এসআই তুহিনের নেতৃত্বে পুলিশ গার্ড অব অনার পরিচালনা করেন। পাংশা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী, পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, সাংবাদিক মোক্তার হোসেন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজার নামাজে উপস্থিত ছিলেন।

জানাজার নামাজ শেষে পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান, পুত্রবধূসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর