মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা পৌরশহরে চলমান লকডাউনের তৃতীয় দিন বৃহস্পতিবার সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১টি হোটেল ও ১টি কসমেটিক্স দোকানসহ ১১জনের নিকট থেকে দুই হাজার ৭০০ টাকা অর্থদন্ড আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
পাংশার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ অর্থদন্ড প্রদান করা হয়।
জানা যায়, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের সাথে পাংশা সার্কেলের নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও পাংশা মডেল থানার নবাগত ওসি মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে জনসচেতনতামূলক দিক-নির্দেশনা প্রদান করেন কর্তকর্তারা।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলীর সার্বিক তত্বাবধানে চলমান লকডাউনে সরকারী বিধিনিষেধ কার্যকরে প্রচার-প্রচারণা এবং ভ্রাম্যমান আদালত অব্যাহত আছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।