Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. আজকের রাজবাড়ী

পাংশায় সাংবাদিকদের সাথে নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপারের পরিচিতি সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ জুন ২০২১, ৯:১৯ অপরাহ্ণ

Link Copied!

মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গত মঙ্গলবার যোগদান করেছি। সাংবাদিকদের অনেকেই মোবাইল ফোনে পরিচয় ও শুভেচ্ছা জানিয়েছেন। সে আলোকে এখানকার কর্মরত সাংবাদিকদের সাথে দেখা-সাক্ষাৎ ও পরিচয় হতে এ সভার আয়োজন।

তিনি উপস্থিত সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের প্রত্যেকের দেশপ্রেম ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। পুলিশ প্রশাসন অপরাধ তৎপরতা প্রতিরোধ এবং সন্ত্রাস-চাঁদাবাজী, মাদকের সাথে জড়িতদের গ্রেপ্তারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোপরি মানুষের জীবনযাত্রা ভালো রাখতে সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন তিনি। প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে তাঁর সরকারী মোবাইল ফোনের হোয়াটস এ্যাপ নম্বরে যোগাযোগের পরামর্শ রাখেন তিনি।

এ সময় এলাকার সার্বিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে মো. মোক্তার হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ, মাসুদ রেজা শিশির ও এস.এম রাসেল কবীর মতামত ব্যক্ত করেন। পরিচিতি সভায় মিঠুন গোস্বামী, আনারুল ইসলাম, মাসুদ রানা বাদশা, রাফিবুল ইসলাম রাফি, সেলিম মাহমুদ ও রতন মাহমুদসহ পাংশায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা উপস্থিত সাংবাদিকদের মিষ্টি ও চা দিয়ে আপ্যায়ন করেন।

প্রসঙ্গতঃ গত ৮ জুন পাংশায় কর্মস্থলে যোগদান করেন তিনি। নবাগত সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বিসিএস-৩৫তম ব্যাচের পুলিশ কর্মকর্তা। এর আগে এপিবিএন-৮, ঢাকায় কর্মরত ছিলেন তিনি। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) হিসেবে সুমন কুমার সাহার যোগদানের আগে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফজলুল করিম ২৯-১১-২০১৬ থেকে ৪-৪-২০১৯ ও মোঃ লাবীব আবদুল্লাহ ৪-৪-২০১৯ থেকে ৩১-১০-২০২০ পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ১-১১-২০২০ থেকে ৮-৬-২০২১ পর্যন্ত পাংশা সার্কেলের অতিরিক্ত দায়িত্ব পালন করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ-উজ-জামান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে চেকপোস্টে তল্লাশি, মুরগভির্তি গাড়ি ছিনতাই

গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান