০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাট সড়কে বালুর ব্যবসার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নম্বর ফেরিঘাট সড়ক আটকে বালুর ব্যবসা করে যানজট ও জনগনের ভোগান্তি সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং দ্রুত বালু সরিয়ে ফেলার শর্তে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম। এর আগে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোয় এবং রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম এ প্রতিবেদন প্রকাশিত হয়।

ভ্রাম্যমান আদালত জানায়, দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া ঘাট। প্রতিদিন ঘাট দিয়ে কয়েক হাজার যানবাহন এবং মানুষ যাতায়াত করে। ঘাট স্বল্পতার কথা ভেবে কর্তৃপক্ষ প্রায় তিন কোটি টাকা ব্যায়ে নতুন ৭নম্বর ফেরি ঘাট নির্মাণ করে। গত বছর ঘাটটি নির্মাণের পর থেকে ৫০০ মিটার দৈর্ঘের সড়কের দুই পাশ জুড়ে স্থানীয় প্রভাবশালীরা বালু মহাল গড়ে তোলে। এতে করে ফেরিতে যানবাহন ওঠানামায় ব্যাঘাত ঘটে। সরকারি দলের ছত্রছায়ায় স্থানীয় প্রভাবশালীদের সাথে জনপ্রতিনিধিরাও রয়েছেন। ৭নম্বর ঘাটের মাথার দিকে ভাই ভাই ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য কাসেম খান ও তার সহযোগীরা বিশাল বালু মহাল তৈরী করেছে। রাত-দিন ট্রাক ভর্তি বালু আনা নেয়া করায় ফেরিতে যানবাহন ওঠানামায় যানজট লেগে যায়। বাতাসে বালু যাত্রীবাহি পরিবহনে প্রবেশ করে যাত্রীদের নাকাল অবস্থা তৈরী করে। সড়কের দুই পাশে বসবাসকারীদের ঘর-বাড়িতে বালু প্রবেশ করায় খাবার দাবার নষ্ট করে দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম জানান, রাস্তা দখল করে বালু-ট্রাক রেখে ব্যবসা করায় প্রতিনিয়ত যানজট তৈরী হচ্ছে। এতে করে পথচারীসহ সড়ক দিয়ে যাতায়াতরকারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। জনগনের দুর্ভোগ লাঘবে বুধবার রাতে অভিযানে ইউপি সদস্য কাসেম খান গংদের ১৫ হাজার এবং আরেকটি মহালের অংশিদার মালিক সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বালু সরিয়ে ফেলতে হবে। না সরালে সমস্ত বালুসহ প্রয়োজনীয় সকল সরঞ্জমাদি জব্দ করে সরকারের কোষাগারে জমা দেওয়া হবে।

গোয়ালন্দের ইউএনও আজিজুল হক খান মামুন বলেন, সড়ক দখল করে বালুর ব্যবসার অভিযোগ পেয়ে তাদেরকে দ্রুত বালু সরিয়ে নিতে বলা হয়েছিল। এ নিয়ে প্রথম আলোতে বুধবার প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আমার জন্য আরো সহজ হয়ে যায়। প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের নির্দেশক্রমে সন্ধ্যায় অভিযান চালানো হয়। তাদেরকে আগামী রোববার পর্যন্ত সময় বেধে দিয়ে বালু অন্যত্র সরিয়ে নিতে বলেছি। রোববারের মধ্যে বালু সরিয়ে না ফেললে কঠোর আইন প্রয়োগ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নিত তারা

দৌলতদিয়া ফেরিঘাট সড়কে বালুর ব্যবসার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে জরিমানা

পোস্ট হয়েছেঃ ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নম্বর ফেরিঘাট সড়ক আটকে বালুর ব্যবসা করে যানজট ও জনগনের ভোগান্তি সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং দ্রুত বালু সরিয়ে ফেলার শর্তে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম। এর আগে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোয় এবং রাজবাড়ী জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল রাজবাড়ীমেইল ডটকম এ প্রতিবেদন প্রকাশিত হয়।

ভ্রাম্যমান আদালত জানায়, দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া ঘাট। প্রতিদিন ঘাট দিয়ে কয়েক হাজার যানবাহন এবং মানুষ যাতায়াত করে। ঘাট স্বল্পতার কথা ভেবে কর্তৃপক্ষ প্রায় তিন কোটি টাকা ব্যায়ে নতুন ৭নম্বর ফেরি ঘাট নির্মাণ করে। গত বছর ঘাটটি নির্মাণের পর থেকে ৫০০ মিটার দৈর্ঘের সড়কের দুই পাশ জুড়ে স্থানীয় প্রভাবশালীরা বালু মহাল গড়ে তোলে। এতে করে ফেরিতে যানবাহন ওঠানামায় ব্যাঘাত ঘটে। সরকারি দলের ছত্রছায়ায় স্থানীয় প্রভাবশালীদের সাথে জনপ্রতিনিধিরাও রয়েছেন। ৭নম্বর ঘাটের মাথার দিকে ভাই ভাই ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য কাসেম খান ও তার সহযোগীরা বিশাল বালু মহাল তৈরী করেছে। রাত-দিন ট্রাক ভর্তি বালু আনা নেয়া করায় ফেরিতে যানবাহন ওঠানামায় যানজট লেগে যায়। বাতাসে বালু যাত্রীবাহি পরিবহনে প্রবেশ করে যাত্রীদের নাকাল অবস্থা তৈরী করে। সড়কের দুই পাশে বসবাসকারীদের ঘর-বাড়িতে বালু প্রবেশ করায় খাবার দাবার নষ্ট করে দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম জানান, রাস্তা দখল করে বালু-ট্রাক রেখে ব্যবসা করায় প্রতিনিয়ত যানজট তৈরী হচ্ছে। এতে করে পথচারীসহ সড়ক দিয়ে যাতায়াতরকারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। জনগনের দুর্ভোগ লাঘবে বুধবার রাতে অভিযানে ইউপি সদস্য কাসেম খান গংদের ১৫ হাজার এবং আরেকটি মহালের অংশিদার মালিক সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বালু সরিয়ে ফেলতে হবে। না সরালে সমস্ত বালুসহ প্রয়োজনীয় সকল সরঞ্জমাদি জব্দ করে সরকারের কোষাগারে জমা দেওয়া হবে।

গোয়ালন্দের ইউএনও আজিজুল হক খান মামুন বলেন, সড়ক দখল করে বালুর ব্যবসার অভিযোগ পেয়ে তাদেরকে দ্রুত বালু সরিয়ে নিতে বলা হয়েছিল। এ নিয়ে প্রথম আলোতে বুধবার প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আমার জন্য আরো সহজ হয়ে যায়। প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষের নির্দেশক্রমে সন্ধ্যায় অভিযান চালানো হয়। তাদেরকে আগামী রোববার পর্যন্ত সময় বেধে দিয়ে বালু অন্যত্র সরিয়ে নিতে বলেছি। রোববারের মধ্যে বালু সরিয়ে না ফেললে কঠোর আইন প্রয়োগ করা হবে।