Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ৫নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান বাবুকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে, দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। রোববার বেলা এগারটার দিকে মোটরসাইকেল করে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করামাত্র দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে।

হাবিবুর রহমান ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। তাঁকে চিকিৎসার জন্য বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। পুলিশ বলছে, নিজেদের মধ্যে মাটি কাটার ভাগাভাগি নিয়ে গ্যাঞ্ৃজাম হয়েছে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘গত এক মাস ধরে আমার কাছে মোটরসাইকেল কেনার কথা বলে স্থানীয় আল আমিন শেখ, আকিব শেখ, শাহরিয়ার হোসেন সহ কয়েকজন এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এই টাকা দিতে অস্বীকার করায় তারা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। আজ বেলা এগারটার দিকে মোটরসাইকেলে করে শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করামাত্র আল আমিন, আকিব, শাহরিয়ারসহ ৫ থেকে ৭ জন অতর্কিতভাবে আমার ওপর হামলা করে। এ সময় তাদের হাতে থাকা চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা দিয়ে আমার পাজারো, পিঠ, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। মাথায় কোপ দিলেও হেলমেট থাকায় অল্পের জন্য রক্ষা পাই। এ বিষয়ে আমার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

অভিযোগ প্রসঙ্গে আল আমিন শেখ সাংবাদিকদের বলেন, মিলের পুকুরি ভরাটের কাজ এনে দেওয়ার শর্তে আমাদের মোটরসাইকেল কিনে দেয়ার জন্য এক লাখ টাকার দেওয়ার কথা ছিল। পুকুর ভরাটের কাজ শেষ হলেও ওই টাকা না দিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হচ্ছে। এ বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে তাঁর সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শুনেছি মিলের পুকুর মাটি দিয়ে ভরাটের ভাগাভাগি কেন্দ্র করে উভয়ের মধ্যে মনোমালিন্য তৈরী হয়। এর জের ধরে ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস