ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বেলা এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে স্থায়ী মঞ্চে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ভূমি সেবা নিতে আসা লোকজন তাদের সেবা সঠিকভাবে পাচ্ছে কিনা, কোন ধরনের হয়রানির শিকার হচ্ছে কিনা তা দেখতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের তদারকি করতে নির্দেশ দেন। একই সাথে কোন ধরনের অনিয়মে যেন সাধারন মানুষ ভুক্তভোগী না হন সে বিষয়ে নজর রাখতেও জেলা প্রশাসক দিলসাদ বেগম সংবাদ সম্মেলনে বলেন।