Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

দৌলতদিয়ার পদ্মা নদীতে ফাশন জালে আটকা ২১ কেজির বাগাড়

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জুন ২০২১, ৪:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ার ঢল্লাপাড়া এলাকায় আজ রোববার ভোরে ২১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। রাজবাড়ীর বানিবহ এলাকার জেলে আশরাফ প্রামানিকের ফাশন জালে এই মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১০৫০ টাকা কেজি দরে কিনে নেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা নদী থেকে মাছটি নিয়ে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় নৌকা নিয়ে ভিড়েন জেলে আশরাফ প্রামানিক। নৌকাটি ঘাটের পাশে ভেড়ার পর একটি ঝুড়িতে করে মাছটি এক যুবকের মাথায় তুলে দেন। এই প্রতিবেদক বিষয়টি দূর থেকে দেখার পর দ্রুত তার নৌকার কাছাকাছি পৌছে জানার চেষ্টা করেন।

মাথায় ঝুড়িতে বাগাড় মাছটি বহনকারী সাদ্দাম প্রামানিক বলেন, নৌকার প্রধান জেলে তার বাবা আশরাফ আলী প্রামানিক। রাজবাড়ীর বানিবহ থেকে তারা দুই বাপবেটাসহ আরো কয়েকজন এসেছেন নদীতে মাছ ধরতে। ফাশন জাল দিয়ে দেবগ্রাম অঞ্চল শনিবার দিবাগত রাতে জাল ফেলা শুরু করেন। রাতে ছোট-খাটো এক-দুটি মাছ পেলেও ভোরে তারা দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে ঢল্লাপাড়া এলাকায় জাল ফেলেন। সকাল ৭টার দিকে জাল টেনে নৌকায় তোলার সময় বড় একটি ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। জাল নৌকায় গোছানোর পর সবাই দেখতে পান বড় একটি বাগাড় ধরা পড়েছে। মুহুর্তের মধ্যে সারারাতের কষ্ট বিলীন হয়ে যায়। হাসিমূখে আর কোন মাছের ভরসা না করে দ্রুত নৌকা ভেড়ান লঞ্চ ঘাটের পাশে।

সাদ্দাম প্রামানিক বলেন, “কয়দিন ধইরা গাঙে তেমন মাছ না পাইয়া সবাই খুব কষ্টে ছিলাম। অনেক টাহা দেনা আছি। দেনাই শোধ করমু না নিজেদের খরচ জোগামু। আল্লাহ মেহেরবান একদিনেই আমাদের পুষাইয়া দিছে। বহু দিন পর আইজ বড় একডা মাছ পাইছি। মাছটা পাইয়া নৌকার সবাই খুব খুশি। মাঝেমধ্যে এরহম বড় মাছ ধরতে পারলে আমাগোর কোন সমস্যাই থাকতো না”।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, নদীতে বড় বাগাড় মাছটি পাওয়ার পর জেলে আশরাফ প্রামানিকের ছেলে সাদ্দাম প্রামানিক সরাসরি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিয়ে আসেন। সকাল ৮টার দিকে তার ঘরে আনার পর ওজন দিয়ে দেখতে পান বাগাড়টির ২১ কেজি হয়েছে। পরে আড়তদার দুলাল সরদার নিলাম আহ্বান করলে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০৫০ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকা দিয়ে কিনে নেন। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রেখেছেন। এখন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পরিচিত জনদের সাথে যোগাযোগ করছেন। ১১০০ টাকা কেজি দরে কেউ দাম করলেই তিনি বিক্রি করবেন বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা