মোক্তার হোসেন, পাংশাঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল মামুন খান ঈদের আগের দিন বৃহস্পতিবার (১৩ মে) সকালে এলাকার একহাজার অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
পাংশা শহরের টিএন্ডটিপাড়া নিজ বাড়ীতে সকাল সাড়ে ৮টায় ঈদ উপহার বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন আল মামুন খানের বড়বোন সেলিনা বেগম।
এ সময় হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান আল মামুন খান, হাবাসপুর ইউপির সাবেক মেম্বার আবুল কালাম শিকদার, মোজাম্মেল ফকীর, মামুন খানের ভাগ্নে মারফ ও রকি শিকদারসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, এ বছর ৭০০ দরিদ্র পরিবারের মাঝে ১টি করে শাড়ী ও ৩০০ পরিবারে প্রত্যেককে নগদ ৩০০ করে টাকা বিতরণ করা হয়। দরিদ্র পরিবারের লোকজন ঈদ উপহার পেয়ে খুশি হন এবং তারা মামুন খানসহ তার পরিবারের জন্য দোয়া করেন।